www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাকেই চাই

এই স্বাধীন বাংলাদেশে
যখন মীরজাফরের বেশে
ভেঙে দিয়ে সকল আশা ভরসা
জাতিকে করেছে নিঃস্ব খুনি কুলাঙ্গার।

কত পথ ঘুরে দেখেছি
আর হতাশায় ডুবে মরেছি
যখন তুমি দেখালে নতুন আশা
জাতির পিতার স্বপ্নের এদেশ গড়বার।

তুমি প্রত্যয়ি অনন্যা
তুমি জাতির পিতার কন্যা
তোমাকে পেয়েছি এবুক বেঁধেছি
এই বাংলার প্রগতি রুখবে সাধ্য কার?

তুমি আমাদের বুবুমনি
আমরা তো শুধু এই জানি
যতদিন এই দেহে আছে প্রাণ
তোমার জিয়নে চাইনা কাউকে আর।

মানবতার জননী তুমি
ভালোবেসে এই জন্মভূমি
জীবনটাকে বাজি রেখে ওগো
দেশ ও দশের করবে কে আর কেয়ার?

দুঃখী বাঙালির প্রিয়জন
তুমি ছাড়া কে আছে এমন
দুঃখেও সুখে তুমি মিশে আছো
কে আছে এমন বাসবে ভালো অপার?

জননেত্রী তুমি জনতার
তুমি বাংলার বাংলা তোমার
তোমাকে রেখেছি হৃদয় গহিনে
তুমি ছাড়া আর চাইনা কাউকে আর।

তুমি বাংলার গর্বের ধন
শোষিতের তুমি আপনজন
তুমি আলোকিত বিশ্বের মাঝে
হিংসায় নিন্দুকে জ্বলে পুড়ে ছারখার।

তুমি মহীয়সী বিশ্বনেতা
এই বাঙালির তুমিই ত্রাতা
তুমি আছো আজো তুমিই রবে
তোমাকে ছাড়া ভাবি না কাউকে আর।

তুমি বাঙালির কান্ডারি
যাব কোথায় তোমায় ছাড়ি
ছায়া হয়ে রবো তোমারই সাথে
তুমিই প্রাণ ভোমরা এই কোটি জনতার।
*****

রচনা কাল: ২২ ডিসেম্বর ২০২২

নোট: আওয়ামী লীগের ২২ তম জাতীয় কাউন্সিল উপলক্ষে জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১২/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর!
  • শ.ম. শহীদ ২৯/১২/২০২২
    খুব সুন্দর লিখেছেন সম্মানিত কবি। অবারিত শুভ কামনা আপনার জন্য।
  • ফয়জুল মহী ২৮/১২/২০২২
    দারুণ লেখা। ভালো লাগলো।
  • শুভজিৎ বিশ্বাস ২৮/১২/২০২২
    অসাধারণ
 
Quantcast