www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অমর কবিতা

৪৭ বছর আগের এই দিনটি ছিল বাংলাদেশের জন্য একটি উত্তাল দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, রাজনীতির মহানায়ক, বাঙালি জাতীর পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন উত্তাল জনসমুদ্রে শিংহের মতো বুক উচিয়ে একটি কবিতা পাঠ করেছিলেন। যা ছিলো পৃথিবীর বুকে একটি স্বাধিন দেশ গড়ার মূলমন্ত্র।
যে কবিতা প্রায় অর্ধশতাব্দী পরেও মানুষের হৃদয়ে চির সবুজ চির নতুন। আজো এই অমর কবিতা খানি দুঃখি মায়ের স্বপ্ন, শিল্পীর গান, কবির কবিতা, যুবকের সাহস ও উদ্দিপনা আর কোটি মানুষের এগিয়ে যাওয়ার প্রেরণা। এই অমর কবিতা নিয়ে হাজার লক্ষ কবিতার ভিড়ে আমিও লিখেছিলাম একটি কবিতা "একটি ভাষণ"। হয়তো তেমন ভালো হয়নি তবুও কিছু একটা করেছি তার জন্য আমি আনন্দিত ও গর্ববোধ করছি।
'বাংলা কবিতা'র মাধ্যমে আমার এই আবেগ হাজারো মানুষের কাছে পৌঁছাতে পেরেছি এজন্য আমি 'বাংলা কবিতা'র কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ বাংলা কবিতা, ধন্যবাদ প্রিয় পাঠকগণ। জয় বাংলা।

07/03/2018

একটি ভাষণ

একটি ভাষণ শত বর্ষের লালিত আশা
একটি ভাষণ লাখ জনতার ভালোবাসা
একটি ভাষণ ছোট্ট হলেও মর্ম গভীর
একটি ভাষণ বীর বাঙালির উন্নত শির

একটি ভাষণ নেতার দেওয়া চুড়ান্ত পথ
একটি ভাষণ শিকল ভাঙার দৃপ্ত শপথ
একটি ভাষণ ভীষণ ক্ষিপ্ত রাঙা তর্জনি
একটি ভাষণ পিতার দীপ্ত বজ্র ধ্বনি

একটি ভাষণ ভুত তাড়ানোর নির্দেশনা
একটি ভাষণ লাখ জনতার অনুপ্রেরণা
একটি ভাষণ রমনার বুকে জনতার ঢল
একটি ভাষণ মুক্তি কামি মানুষের বল

একটি ভাষণ অত্যাচারীর বুকের কাঁপন
একটি ভাষণ বিস্ফোরিত গণজাগরণ
একটি ভাষণ প্রতিবাদের আগুন জ্বলে
একটি ভাষণ জয়ের নেশায় রক্ত দোলে

একটি ভাষণ নাশ করে সব শত্রু শিবির
একটি ভাষণ দূর করে সব গহীন তিমির
একটি ভাষণ শত্রু সেনার বুকের জ্বালা
একটি ভাষণ সার কথা তার জয় বাংলা

একটি ভাষণ দুঃখি মায়ের সুখের স্বপন
একটি ভাষণ স্বাধীনতার সুখ শিহরণ
একটি ভাষণ অমর কবির জীবন গাঁথা
একটি ভাষণ তোমার আমার স্বাধীনতা

একটি ভাষণ বোনের আদর প্রিয়ার হাসি
একটি ভাষণ ভীষণ রকম ভালোবাসি
একটি ভাষণ বিশ্ব বাসির সবার প্রিয়
একটি ভাষণ লক্ষ কোটি সালাম নিও।

*****

রচনাকাল: ১৮ নভেম্বর ২০১৭
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৪২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইসলাম শফিকুল ২১/০৫/২০২০
    খুব ভালো লিখেছেন।
  • লিখুন।
    ভালোলাগা রইলো।
    ব্লগে স্বাগতম।
  • ফয়জুল মহী ১৬/০৫/২০২০
    দারুণ লেখা
 
Quantcast