www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আয়েশা নামা -৯

স্বপনে আজ আবারো আয়েশাকে দেখলাম।
যেন হৃদয়ের পথ থেকে কক্ষচ‍্যুত হয়ে যাচ্ছে এক নক্ষত্র।।। আমি চেয়ে দেখছি পৃথিবীর জমিনে বসে অপলক এক সন্ধ্যায়।।

তরুণীকে সাজিয়ে শেষ করা মাত্রই
বসিয়ে দেওয়া হয়েছে হলুদ সন্ধ্যার চকিতে অনেকটা নির্বাক সে, মনে হচ্ছে তার অনুমতি ছাড়া কিছু একটা হচ্ছে।।।

হলুদ বসনে তার কপোলে কে যেন সদ‍্য মাখিয়ে দিয়েছে ইকটুখানি হলুদবাটা।
গাঁদাগুচ্ছ দিয়ে তার কেশরাজির সৌন্দর্যবর্ধন করা হয়েছে।।।।

আফগান কাবুলিওয়ালার চকোলেট দেওয়ার মিথ‍্যা আশ্বাসে যে তরুণী পিছুপিছু দৌড়েছিল কয়েক ক্রোশ পথ, দিনশেষে খালি হাতে ফিরে এসে কাবুলিওয়ালার প্রতি তার যে অভিমান
মনে হচ্ছে সেই অভিমান আজ আয়েশার মধ‍্যে।।

ওদিকে কনুই গাছটার আবডালে একটা পাখি অভিমান করে বসে আছে।।।।। কার প্রতি তার এতো অভিমান!
জানতে ইচ্ছে করছে।
পাখিদেরও মতো আয়েশার অভিমান মুখ।

গ্রামের মহিলারা সমস্বরে গান গাইছে:------

"কাইল আমরার আয়শার বিবাহ হইবো।
বিবাহ হইবো.... বিবাহ হইবো।

হাসিয়া রঙ্গিলা আয়েশা পিঁড়িতে বসিবো।
বিবাহ হইবো.... বিবাহ হইবো।

আলতা পরিয়া চোখে কাজলও মাখিব
বিবাহ হইবো... বিবাহ হইবো।"

আয়েশা🥀
আমার মানুষ জন্ম ব‍্যর্থ হয়ে যায়।।।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ২১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৯/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন
  • অনিন্দ‍্যসুন্দর। চম‍্যৎকার।
  • অনবদ্য
  • সুন্দর
  • অন্তিমে বহ্নিমান বিরহ মনে হলো!
  • ফয়জুল মহী ১৮/০৯/২০২৩
    চমৎকার লিখেছেন
 
Quantcast