www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বত্ব

শূন্যতায় ডুবে ডুবে হোঁচট খেয়ে খেয়ে বিচ্ছিন্ন অনুভুতি
ধীরেধীরে ক্ষয়ে ক্ষয়ে অস্তিত্ব সংশয়ে তোমার জন্য আকুতি
ছেঁড়া-খোঁড়া পিচ্ছিল ক্লেদাক্ত পাঁজরের কষ্টগুলো ঝড় তোলে
অনেক চেষ্টা করে দেখেছি সস্তার বিনিময়ে বলতে অরুচি হয় মিথ্যে
অবারিত শস্যদানার মতো পাওয়া না পাওয়ার অপলক দৃষ্টি
মূল্যবোধ বাড়েনিএকটুকুওভালোবাসার বীজ বুনেবুনে অঝোরে ঝরেবৃষ্টি
দিগন্তে আঙ্গুলে আঙ্গুল রেখে মুখোমুখি আকাঙ্খারা অসমাপ্ত
তাঁরা খসানোর দায়ভারে প্রমাণের অভাবে পাপী প্রমাণিত
ঠোঁটের পরতে পরতে ঠোঁট রেখে কতবার চুমু কে করেছি নিঃশেষ
কালের বক্ষে জমা পড়ে আছে অরণ্যের ছায়া, কি করে বুঝাই?
তবুও মরুর মতো নদীর তৃষ্ণা বয়ে বেড়ায় আমার আজন্ম ক্লেশ
অদ্ভুত পিপাসা আমার,তোমার শরীরে আমার ন্যায্য হিস্যা চাই।
- স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর।
  • অঙ্কুর মজুমদার ২৭/০৮/২০১৬
    vlo......
  • ধ্বনিসাম্য রক্ষায় আরেকটু মনোযোগী হতে হবে। ধন্যবাদ বন্ধু।
    • স্বপ্নময় স্বপন ২৭/০৮/২০১৬
      আমি ত ভাই আপনাদের মত বড় মাপের কবি বা কবিতা বোদ্ধা না। ফলত ধ্বনিসাম্য জাতীয় কঠিন ব্যাপার গুলি আমার মাথায় আসে না এবং আমি ততটা বুঝিও না। পরামর্শ আদরণীয়... স্মরণ থাকবে। কষ্ট করে পড়েছেন এই জন্য কৃতজ্ঞ!
  • গোপেশ দে ২৭/০৮/২০১৬
    মোহনীয় করে দিল আমাকে।আমি মুগ্ধ।কবি আপনার লেখাটায় আলাদা একটা ভাব আছে।আলাদা স্বাদ আছে বলতে হবে
  • মোঃ সরব বাবু ২৭/০৮/২০১৬
    অসাধারণ!তবে ভাবটা ধরতে কষ্ট হলো কবি! এভাবে না দৌড়ায়ে স্থানে স্থানে একটু বিরাম দিলে ভালো হতো হয়তো!
    • স্বপ্নময় স্বপন ২৭/০৮/২০১৬
      ভাই আমি নিজে বিরামহীন মানুষ ফলে বিরাম চিহ্ন জাতীয় বিষয় গুলি মাথায় থাকে না। পরামর্শের জন্য ধন্যবাদ।কষ্ট করে পড়েছেন এই জন্য কৃতজ্ঞ!
  • কবি বিরামচিহ্ন ব্যবহার করুন
    • স্বপ্নময় স্বপন ২৬/০৮/২০১৬
      পরামর্শের জন্য ধন্যবাদ। আমি নিজে বিরাম চিহ্নহীন তো তাই তার প্রভাব থেকে যায়, তা ছাড়া আমি তো কবি নই। স্মরণ রাখবো। চেষ্টা থাকবে। কৃতজ্ঞ!
 
Quantcast