www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উৎকণ্ঠা

আজকাল প্রায়ঃশই মনে হয় দুই তিন বা আরও বেশী দিন ধরে
কিছু একটা ঘটবে আবার হয়ত কিছুই ঘটবে না
ধুলোময় গোলকের জালে উচ্ছাসের নদী বয়ে যাবে প্রসারিত দীর্ঘশ্বাসে
অথবা রঙিন স্বপ্নের নেশায় বুঁদ হয়ে পড়ে থাকে শূন্য ঘরে একটানা
দুই তিন বা আরও বেশী দিন ধরে মনে হয় কিছু একটা ঘটবে অথবা
কিছুই ঘটবে না
ঘরশুন্য বিরহে একাকীত্বের মেঘ জমে বৃষ্টির সম্ভাবনায়
তবুও আকাশ ছুঁতে পারি না তৃষ্ণার্ত চেতনায়
ভবঘুরে মেঘ ভেঙ্গে দেয় কৃত্রিম অন্ধকারে কালের নির্ভরতা
স্বপ্নান্ধ চোখে নির্বাক প্রেমের সীমাহীন মুগ্ধতার ছোঁয়া
আভাস দেয় কিছু একটা ঘটবে নয়তো কিছুই ঘটবে না
হৃদয়ের অসীম ক্লান্তি শান্তির ঘুম প্রত্যাশা অবসাদ প্রতারণা
বিষাদময় শূন্য অনুভুতির নীল আগুনে নির্বাক শব্দের যন্ত্রণা
এসব কিছুই হয়ত ঘটবে আবার কিছুই ঘটবে না
দ্বিধা দ্বন্দের টানাপোড়নে জীবনের দিনলিপি অবজ্ঞায়
পিপাসার নূপুর ঝঙ্কারে যূথবদ্ধ সংশয়ের বৃষ্টির প্রার্থনা
কিছু কি ঘটবে নাকি কিছুই ঘটবে না
এলোমেলো ভাবনায় অস্থি মজ্জায় অভিমানে মনে হয় অবিরামভাবে
কিছুই হয়ত ঘটবে না নয়ত দ্রুতই কিছু একটা ঘটবে
শ্রাবণ গোধূলীতে বেদনাহত নক্ষত্রের মনে দোটানা
দুই তিন বা আরও কিছু বেশী দিন ধরে মনে হচ্ছে কিছু একটা ঘটবে
নয়তো ঘটবে না।
- স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভালো লাগলো।
  • রায়হান রাজিব ১৯/০৮/২০১৬
    খুব ভালো লাগলো ☺☺☺
  • মোবারক হোসেন ১৬/০৮/২০১৬
    অনেক ভাবের কবিতা।
  • অঙ্কুর মজুমদার ১৫/০৮/২০১৬
    vlo......
 
Quantcast