www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শরীর বৃত্তীয়

কি এমন মহাভারত অশুদ্ধ হবে তোমার
বাঘবন্দী নিয়মের বেড়াজাল ভেঙে
তোমার সমস্ত শরীর ব্যেপে আমার দক্ষযজ্ঞে
সভ্যতায় বিন্যস্ত শরীর একটিবার ছুঁয়ে দিলে
এমন কি অশুচি গ্রাস করবে তোমাকে
উষ্ণ সৌন্দর্যের সবটুকু প্রাণরস শুষে নেব
আপাদমস্তক চুম্বনে মন্থনে অবলীলায়
অধীর অস্থির করে দেব আদিম আকাঙ্খার দৃশ্যপট
উদ্ভাসিত ফসলী বিছানা অস্তিত্বের তপ্ত নিঃশ্বাসে
তাতে কি এমন এসে যাবে
দেহভঙ্গিমার নগ্নতা জাগায় অদ্ভুত অচেনা নেশা
অনুভুত হতে থাকে সর্বগ্রাসী ক্ষুধা প্রতিপলে
তোমার রক্তিম ঠোঁট,উপাদেয় জঙ্ঘা, সুডৌল পয়োধর হতে
ভেসে আসা চন্দনের ঘ্রান ক্রমাগত রক্তে ঝড় তোলে
শিশিরে ভেজা বাদামী শরীরের প্রচ্ছদ ছিঁড়ে
তোমায় আদিম অশ্বের পিঠে সাওয়ার করালে
কি আর ক্ষতি বৃদ্ধি হবে
নির্ভেজাল অতৃপ্ত নেশায় বুঁদ হয়ে থাকে শরীর
শরীরের টানে। - স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনন্ত তৃষ্ণা
    - মোঃইস্রাফিল হোসেন

    তুমি শীয়রে শয্যায়
    নির্বিকার উদ্বেগের
    ভাষাহীন কামনায়।
    ভাবছো বসন্ত চলে যায়
    অনন্ত তৃষ্ণার অন্তহীন ব্যাথায়।
    তোমার গোলাপি পাহাড়
    শুভ্র উরু উষ্ণ কামনাক্লিষ্ট ঠোঁট
    সবই যেন শুকিয়ে যাচ্ছে
    উদ্বেগ আর শূন্যতায়।
    তুমি চেয়ে আছো পথে বিপথে
    সীমাহীন স্বপ্ন লুকিয়ে
    চাতক পাখির মতো তৃষ্ণা মিতাতে।
    তুমি প্রেয়সী নও বন্ধু আমার
    দুরাশার অবিরাম স্বপ্ন পথে
    যেওনা আবার।
    ফিরে এসো
    স্পর্শ কর ও অনুভব কর
    দগ্ধ হৃদয়কে সিক্ত কর।
  • গোপেশ দে ১২/০৮/২০১৬
    খুব সুন্দর
    • স্বপ্নময় স্বপন ১২/০৮/২০১৬
      আমি অনুপ্রানিত! আমি ধন্য! আমি কৃতজ্ঞ!
      • গোপেশ দে ২২/০৮/২০১৬
        কবি আপনার লেখা অনেক মোহিত করবে পাঠকদের।অনেক সুন্দর লেখেন আপনি।শুভেচ্ছা
        • স্বপ্নময় স্বপন ২২/০৮/২০১৬
          আমি আবারো আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি... আমার লেখনী আপনার লেখনীর তুলনায় শিশুবৎ। আপনার বিনয় বানীতে আমি অনুপ্রাণিত! সশ্রদ্ধ অভিবাদন!
          • গোপেশ দে ২৫/০৮/২০১৬
            কবি এভাবে বললে অনেক কষ্ট পাই।আসুন আমরা জীবনের গান গাই।আমাদের বড় শক্তি আমরা কবি।নিজেকে ছোট ভাববেন না।আপনি পারবেন অনেক দূর যেতে।শুভেচ্ছা
 
Quantcast