www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনুভুতি

মেদুর মেঘমালা জমতে শুরু করেছে একটু একটু করে বৃষ্টির অপেক্ষায়
কথাগুলো বদলে যাচ্ছে ফেলে আসা অভিমানের মোড়কে আজন্ম আতঙ্কে
কুরে কুরে খাচ্ছে অতীত ভবিষ্যতের রঙিন স্বপ্ন সুন্দর ঘুম হন্তারক পতঙ্গে
উচ্ছ্বাসের নির্বাক চিন্তাগুলো আটকে থাকে শব্দফল ঝরে পড়ারআকাঙ্খায়
সৃষ্টি মৃত্যু নিঃসঙ্গতা ভাবাবেগের রাশি রাশি বালুকণা হয়ে ভেঙে পড়ে
চোখের কোণে
সময়ের সাথে হৃদয়ের জমে থাকা জল আমার ইচ্ছাগুলো দূরগামী বিলাসী
প্রচণ্ড হেঁয়ালী নিয়ে আমার পরাজিত সময় ভেজা বাতাসে জ্বলতে থাকা
নক্ষত্রের মতো পিয়াসী
তৃষ্ণা মেটানো সকালের পাখির মতো অবিনাশী অভিলাষের জন্যে
আকুলতা মিলিয়ে গেছে
নিঃশব্দ লিপ্তির জন্যে বিষাদ ক্রোধের সঞ্চার মার্জনা পাবে না ব্যাকুল
নীলের কাছে
অন্তরে অসহায়বোধ নিঃস্পৃহ দৃষ্টি অসময় বসে আছি নিস্তব্ধ শূন্যতার নীল
হিমাঙ্করেখায়
আমার তীব্র যন্ত্রণা শুষে নিয়েছে অনাগত জন্মের সম্ভাবনা অজস্র স্মৃতির
অন্তরের পৃষ্ঠায়
শূন্যে লিখি কালি কলমের সম্পর্ক অর্থহীন দুঃখবোধ মেঘলা আকাশের
সুপ্ত আকুতি
রাত্রির আয়ূরেখায় বিষণ্ণ অনুভবে খরাবুক বিদগ্ধ অনুভুতি।
                                                 - স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • লাইনগুলো ঠিকভাবে সাজালে কবিতা আরও সুন্দর হবে।
    • স্বপ্নময় স্বপন ১০/০৮/২০১৬
      প্রথম পাঠককে রক্তিম ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। ভাই, লাইনগুলো সাজানোই ছিল আমার DOC থাকে copy করে এখানে paste করার পর কেন জানি এলোমেলো হয়ে গেলো, বুঝলাম না। সাজানোর চেষ্টা করলাম হলো না। এই জন্য দুঃখিত তবে আরেকবার চেষ্টা করবো। পরামর্শের জন্যে ধন্যবাদ এবং ভবিষ্যতে আপনার থেকে আরো পরামর্শ কামনা করি।
 
Quantcast