www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টি হলে

বৃষ্টি হলেই মেঘে মেঘে জীবন যাপন
বৃষ্টি হলেই নীরবতার নিষিদ্ধ গোপন
বৃষ্টি হলেই অসমাপ্ত ছবি আঁকতে আঁকতে নেশায় বুঁদ
বৃষ্টি হলেই নৈঃশব্দের তুঁষের আগুন শান্তির ঘুম
বৃষ্টি হলেই পোড়া অবয়ব বিকেল জুড়ে কান্না দুপুর
বৃষ্টি হলেই বৃষ্টিবেলায় ভেজা বাতাসে বকুলের সুর
বৃষ্টি হলেই বিবর্ণ সব কৃষ্ণ গোলাপ ধোঁয়ার মেঘে পোড়া অবয়ব
বৃষ্টি হলেই রোদ চশমার স্মৃতিতে ভাসে নিঃসঙ্গতা
বৃষ্টি হলেই শূন্য বুক দীর্ঘশ্বাস নীল বরফ অনুভব
বৃষ্টি হলেই কর্মহীন দিনানুদিনের হৃদয়ের সব লেখাজোখা
বৃষ্টি হলেই সত্য গোপন নৈঃশব্দে মগ্ন হয়ে প্রগলভতা
বৃষ্টি হলেই জলের তৃষ্ণা জলের কাছে
বৃষ্টি হলেই ইচ্ছেগুলো ঝরে পড়ে মেঘ হয়ে
বৃষ্টি হলেই মেঘলা আকাশ পথহারা ভুলভুলাইয়া পথ ভুলে
বৃষ্টি হলেই চোখের থেকে জলের মেঘ গড়িয়ে নামে খোলা চুলে
বৃষ্টি হলেই অন্ধকারে সাঁতরে খুঁজি জলডাঙ্গা
বৃষ্টি হলেই কিছু স্রোত ধরে রাখা পাথরথেঁতো সময়গুলো পার হওয়া
বৃষ্টি হলেই আত্মভোলা এঁটো কথা অস্থি মজ্জায় শান বাঁধানো পুকুর ঘাট
বৃষ্টি হলেই মনের বিষাদ কুমন্ত্রনা আকাশ নীল দহন মাঠ
বৃষ্টি হলেই জোছনা ধোয়া দুঃস্বপ্ন বুনতে বুনতে মধ্যরাত
বৃষ্টি হলেই রাত ভোর নোনা কবিতা ঠোঁটে ঠোঁটে জলপ্রপাত।
                                                    - স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অঙ্কুর মজুমদার ১০/০৮/২০১৬
    sundor
  • বৃষ্টি হলেই ভালো লাগে।
 
Quantcast