www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরমাণু কাব্য-৪০ ৪১ ৪৯

(৪০)

যে অতীত ঘুনে কুরে কুরে খায় অতীত মানে কি বিদায়
অতীতের সংজ্ঞা কি জানা নেই শধু জানি তা অতীত নয়
ভালবাসাই সব ভালোবাসা বর্তমান জীবন বহমান
বিষাদের নীল ছোবলে বিচ্ছেদের কালো মেঘে স্বপ্ন অসাড়
তবু হৃদয়ের অন্তঃপুরে অতীতের পটভুমি জানান দেয়
মৃদঙ্গের তালে তালে দেখা হবে আমাদের মোরা মিলিব আবার।
                                                 -  স্বপ্নময় স্বপন©


                              (৪১)

খুঁজতে পারো চাঁদনী রাতে স্বপ্নঘোরে খুঁজোনা কেবল শেষ বকুলের
দীর্ঘশ্বাসে
মনে রেখ বৃষ্টিবেলায় অভিমানে নীল প্রেমের শিহরণে শুধু ততটুকু
যতটুকু চাও
মনে রেখ স্মৃতিতে অনুভবে নোনা কবিতায় নৈঃশব্দের সঙ্গীতে - তবু
যেতে দাও।
    -  স্বপ্নময় স্বপন©


                     (৪৯)

“দাউদ হায়দারের কবিতা পড়েছ কি? পড়েছ ’জন্মই আমার আজন্ম পাপ’
পড়ে দেখ, প্রতি পাতায় পাতায় আছে আমারই আজন্ম জন্মদাগ
সেই কবে পাঞ্জেরীকে শুধিয়েছিল কবি ফররুখ ‘ রাত পোহাবার কত
দেরী?’
আজও পাঞ্জেরী মাস্তুলে বসে আর আমি একা বিদগ্ধ চিত্তে দাঁড় টেনে
চলি
কত রাত ভোর হলো আশাহত ব্যথা কত জ্বলমান জ্বালা যত ভিড়
করে শত শত
জীবনের ডামাডোলে বিবপরীত যৌবনে নতোন্নত সংসারে ননন্দনতত্ত্বব
অবাধ অনাগত
আকীর্ণ আকিঞ্চন তদ্বোধ প্রব্রাজন বোধের বিভাজন বর্ধিষ্ণু অদ্য
বিষাদের শঙ্খচূড় নীল বিষে উন্মগ্ন হৃদকষ্টের পরমাণু কাব্য।"
                                                    - স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ তো !
  • সজীব ০৯/০৮/২০১৬
    প্রান ফিরে পেলাম সুন্দর
  • অঙ্কুর মজুমদার ০৮/০৮/২০১৬
    vlo...
  • প্রতিটি নতুন লেখার মাঝখানে একটু ফাঁক দিতে হবে।
  • নাবিক ০৮/০৮/২০১৬
    ভালো লাগলো
 
Quantcast