www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃক্ষ বলছি

সহস্রাব্দের নিষ্ঠুরতায় খরাবৃষ্টি দাবদাহে ক্রমশ বাস্পভুত তপ্ত নিঃশ্বাস
নির্মল ছায়া দানে প্রকৃতির বুকে আঁকি আমার আশ্বাস
ঝড় ঝঞ্জা বজ্র বৃষ্টি প্লাবনের অশনি সংকেতবহ অবুঝ স্বৈরাচার
মহাকালের খুঁটি হয়ে নিরবে রুখে যাই নিয়তির অমোঘ অত্যাচার
আমি বৃক্ষ আমি গাছ আমি তোমাদেরই শ্বাস প্রশ্বাস
আমাতে লীন হয়ে থাকে মাদী ব্যাঘ্রের ঘ্রাণ মৃগদের বিষর্দাক্ত স্বর
মৌয়াল বাওয়ালীদের গান ছড়িয়ে দেই আমি চরাচর
তোমাদের ধ্বংসকামী মনোবৃত্তির নির্মম নিষ্ঠুরতায় সেইসব দিন
লালসার তোড়ে মোর ঝরা পাতাদের হাহাকারে কাল গর্ভে বিলীন
আমারই সুষমায় পেয়েছে অর্ধচেতন সুসভ্য মহাকাল শিল্পিত ক্ষমা অথচ পৃথিবী এখন অর্থহীন, শূন্যতায় ভরা - ঝর্ণার বুকে নীল কষ্ট জমা
সেদিনও আমার ছায়াতলে জ্যৈষ্ঠের ভেজা বাতাসে শীতল হতো প্রেমিকের মন
দীঘী নেই নদী নেই শীতল বাতাসের বুকে অভিমানী ইটের দেয়াল –
আমার পতন
চিরকাম্য প্রেম দিয়েছি পাখির ডানায়, দিয়েছি মুক্ত প্রাণ অফুরান
ভালোবাসা অম্লান
নৈঃসঙ্গ দিয়েছ তুমি, নিঃশব্দ আততায়ীর বেশে অতর্কিতে হেনেছ
পরশুরামের তীক্ষ্ণ কুঠার
বারংবার আমার শ্লীলতা কেড়েছ তুমি, লুপ্ত করেছো আমার সবুজাভ
যৌবন সম্ভার
দুর্বাসার কোন অভিশাপে কে জানে আজও কাঁদে হিমে ভেজা
নক্ষত্রের আঁখিপল্লব
আজ তাই উধাও শ্যামল ফসলী গেহ, কষ্ট তোমার বাড়ে দিনলিপি
জুড়ে- রুদ্ধ স্তব
বাড়বাড়ন্ত চারিধারে মৃত পম্পাইয়ের স্তূপ তোমাদের নৈতিক ভুলে
আহত পাখিরা ডানা ঝাঁপটায় - চেতনার আকাশে ওড়ে আমাকে
পোড়ানো ছাই
কালের বাণিজ্যে লোভী সময়ের নোলায় কলমুখর নদী নিরর্থক
দেয়ালে উঁকি মারা শ্যাওলার ঝোপ বিষবাষ্প প্রকৃতির খসড়া দলিল
সময়ের সাথে সম্বিত ফিরে হে মানুষ বাঁচো, বাঁচাও বিদগ্ধ আকাশ
নীল
নয়তো একদিন আমিও থাকবো না তুমিও থাকবে না, মৌলিকবোধ
বেচে দিয়ে
মরুময় পৃথিবী হবে দুঃখমুদ্রা জড়ানো ক্লেদাক্ত ফসিল।
-স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাবিক ০৫/০৮/২০১৬
    খুব সুন্দর
  • দারুণ
  • অঙ্কুর মজুমদার ০৪/০৮/২০১৬
    Sundor......
  • ফয়েজ উল্লাহ রবি ০৪/০৮/২০১৬
    দারুণ!!
 
Quantcast