www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোর জন্যে

“হাত ছিন্ন করে রেখে দেই মায়াবী রাতের মাথায় তোর জন্য
তোর জন্যে চরণতল ডুবিয়ে দেই কষ্ট জমা প্রবহমান জল প্রপাতে
স্মৃতির মোম শরীর পোড়াতেই থাকি অনবরত হিমেল অনলে তোর জন্যে
তোর জন্যে নির্বাক পথ হয়ে যাই নিমেষে যদি ফিরে যেতে চাস স্নিগ্ধ শরতে
হা পিত্যেস করা সময়ের বুকে শিশির ভেজা অভিসারী পাখি হয়ে যাই তোর জন্যে  
তোর জন্যে চৈত্রের খরাবুক বৃষ্টিহীন ভূগোলে শুনি বেটোফেনের ঝংকার
নতর ফুল ছিঁড়ে ছিঁড়ে বৃষ্টিরফোঁটায় আঁকি নিখোঁজ স্বপ্ন ধুলময় জানালায় তোর জন্যে
তোর জন্যে  উদ্ভাসিত ফসলী বিছানায় বদলে দেই  লাবণ্য-রাত চেতনার গহীনে
প্রেমে পাপে প্রগাঢ় অন্ধকারে বয়সী হই প্রণয়ের বিবর্তনে আত্মঘাতী স্বপ্নে তোর জন্যে
তোর জন্যে আমার প্রতিধ্বনি ছুটে যাবে অসীম গন্তব্যে
শিল্পপতি হয়ে যেতে পারি নিমেষে তোর জন্যে
তোর জন্যে লঙ্কা পোড়া দিয়ে পান্তা খেতে খেতে জেলে যেতে পারি অনায়াসে
প্রধানমন্ত্রীর মন্ত্রনা সভায় নিষেধাজ্ঞা জারি করতে পারি স্থল পদ্মের পাঁপড়ি বর্ষণে তোর জন্যে  
তোর জন্যে ঘোলা জলের গভীর পাতালে খেলে যাই নতুন খেলা সারা বেলা  
অমাবস্যার অধ্যাবসায়ে বাড়ে শিশির ভেজা শ্রমপল্লবের অশ্রু জোয়ার তোর জন্যে
তোর জন্যে কবিতা হয়ে যায় শব্দের লীলা অবহেলায় ছেলেখেলা
নষ্ট সময় কাঠগড়ায়  ঠায় দাঁড়িয়ে থাকে বিবেক শাসিত নীল ক্ষত উঠোনে তোর জন্যে
তোর জন্যে রক্তাভ ধুলো ছেঁড়া পাঞ্জাবী  উৎপলের লুকোচুরি নির্বাক আমি
ভুগোল ভুলে অস্বস্থিতে ভুলোমন  চেনা পথ ক্ষুব্ধ তোর জন্যে      
তোর জন্যে ব্যাজার আকাশ চাঁদনী রাতে আর্তরোদনে স্তব্ধ
তোর জন্যে কাঁচা পাকা কেশ গোঁফদাঁড়ি  বয়সের ভার
তোর জন্যে  তবুও এখনো দাপিয়ে বেড়ায় যৌবন সম্ভার
অকৃতদার জীবনটাকে এখনো পারি সাজাতে নিজের ইচ্ছেমতো তোর জন্যে
তোর জন্যে লাফাবো রাগাবো কাঁদাবো হাসাবো ভাগাবো ভাসাবো ভাবাবো ডোবাবো হঠাৎ করেই ঘুমাবো চিরতরে আমি হারাবো তোর জন্যে
তোর জন্যে ফুটো টিনচালা নোনা লাগা দেয়াল চটা উঠে মেঝের মাঝখানে ফাঁকা
ভ্যাপসা গুমোট আলো আঁধাররের বিকলাঙ্গ অক্ষরের সমান্তরালে শুয়ে থাকি একা
প্রতীক্ষায়  তোর জন্যে”  
                                              -  স্বপ্নময় স্বপন
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast