www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সম্পর্ক

বিষণ্ণতা  কি শিখিয়ে দেবে কড়া নাড়লে ছুটে যাওয়ার সুখ
বৃষ্টি কি বলে দেবে ভেজা অশ্রুর বিকল্প  দুঃখ
আমার বেদনা আমার কষ্ট নীলকণ্ঠী হৃদয়ের ধ্রুপদী সঙ্গীত
নাই বা বুঝলে নাই বা শুনলে ব্যর্থ জীবনের একঘেয়ে কাহিনী
তবুও কুয়াশা ঘেরা বুকের মাঝে দুঃস্বপ্নের ঘেরাটোপে
উবু হয়ে উঁকি দেয় তোমার অহর্নিশি হাসি
            তোমাকেই ভালবাসি
মাঝে মধ্যে নিজের জন্যেই নিজের মন খারাপ হয়ে যায়
তোমার অন্যমনস্ক  হেলা ফেলা অবহেলায় – সেকথা নাই বা ভাবলে
চকিতে সর্বদেহে  তড়িৎ স্ফুলিঙ্গে ছুটে চলা ঝড়ের পবন
দুরন্ত যৌবন ক্ষুব্ধ অশান্ত মন  তবুও ভালবাসি সমান্তরালে
সকালের রোদ সারাদিন শেষে  অস্তগমণের আগে
জানিয়ে যাবে কি সুখী হবার মূলমন্ত্র
নাও যদি জানায় আমায় তোমাকেই  ভালবাসব আমি
অন্য বাহুতে লগ্ন হয়ে মধুময় সপ্নমগ্নে তুমি
ফোন দিলেই ব্যস্ত চোখের তারায় মিথ্যে হাসি
অনেক মিথ্যের ফুলঝুড়ি সবই আমি বুঝতে পারি-
          তবুও তোমাকেই ভালবাসি ।      
বহুকাল বহুদিন নরম মাটির সোঁদা গন্ধে
অনাহুত আমি এক প্রান অব্যাহিত আছি
কোন এক  অমাবস্যায়  তোমায় ঠিক  চমকে  দেব
         তুমি বিনা আত্মাবিহীন আমি ।  
                                       স্বপ্নময় স্বপন©
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast