www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কলতান

# 'কলতান' #
(কবিতা)

পুরাণে বলে.....
কলতান-এর কিচিরমিচির
ঘুম ভাঙায় 'রাই' সখীর !!
কিন্তু কলিকালে ??
'শুক-শারি'-র সুর হারিয়ে গেছে
'রাই' বোধহয়, তাই ঘুূমিয়ে আছে।

সে জানে না...
অনেক নামী-দামী গাছ খুন হয়েছে !!
অনেক পাখি, চিরতরে হারিয়ে গেছে !!
পাহাড়-প্রমাণ অট্টালিকা সব মাথা তুলেছে !!
তাল-খেজুর গাছ, প্রায় দেশ ছেড়েছে !!
বাবুই পাখি, আলোর তারে বাসা বেঁধেছে !!
বড় পার্কে, 'থিমের' সব প্রাসাদ হয়েছে !!
সেথা সর্বক্ষণ, হৈ-হট্টগোল লেগেই আছে
ভক্ত নিয়ে ভগবান, বেণুতে সুর তোলার--
পান না খুঁজে, কোন 'শান্ত-সবুজ' বাগ​ !!
তাইতো তিনি করেছেন...ভীষণ রাগ !!

'দূষণ-শোষন-অপশাসন'-এর চোটে--
'ঊষ্ণ-শুস্ক' ধরা, চাতকের বুক ফাটে !!
মহাপ্রলয় !! বুঝিবা ধেয়ে এলো ঐ...
ধরায় সকল প্রানীর আয়ু শেষ হতে--
বোধহয়, সময় আর বেশী বাকি নেই !!

এখনই উঠুক জেগে 'রাই...
সব ভুলে, সকলে মিলে হোক কলরব !!
ফিরুক...প্রানী-অরন্যের ভারসাম্য
ফিরুক...পৃথিবীর 'সুধা-শ্যামলীমা'
ফিরুক...কলতান, ফিরুক সাম্য।
**********************************
সুব্রত ভৌমিক ০২০৫২০২০ কোল-৭৫
সম্পাদনা ১৬১০২০২১
**********************************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ১৬/১০/২০২১
    চমৎকার অনুভূতি
 
Quantcast