www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুন্দরী লাভা

# 'সুন্দরী লাভা' #
(কবিতা)

এ 'লাভা' সে লাভা নয় ! নয় উত্তপ্ত​ অগ্নিপিন্ড
এ এক পাহাড়ী গ্ৰাম বরফ শীতল ! সবুজে স্নিগ্ধ।

কে কখন কেন দিল এ নাম়, বোঝা গেল না
তবে, আপ্যায়নের উষ্ণতার শেষ ছিল না।

দুর্গম পথের ধারে আকাশ ছোঁয়া​ পাইনের সারি
সাথে অজস্র ফুলের সৌরভ, যেন স্বর্গের দিশারী।

নির্মল-সরল-আনন্দময় জীবন সেথা সর্বজনের
পাখির কল-কাকলী প্রত্যুষে সূচনা করে দিনের।

উত্তরে বিস্তৃত কাঞ্চনজংঘা পাহাড়ের সারি
মাথায় তার রুপোলী মুকুট, নেই তার জুড়ি !!

উজ্জ্বল দিবালোকে, তার হরেক রংয়ের ছটা !
অপার্থিব-অবিশ্বাস্য ! সে দৃশ্যে গায়ে দেয় কাঁটা !!

দুর্গম শৈল শহর তুমি, প্রায় সবার উপরে
মাঘের তীব্র শীতে ছেড়ে পালাই তোমারে।

অপার আনন্দ বুকে পুরে ফিরে আসি আমরা
চিরস্মরণীয় হয়ে থাকবে, সেই আনন্দ ধারা।
*******************************
১৭ই ডিসেম্বর ২০১৮।
'লাভা' >> সিকিমের এক শৈল শহরের নাম।
*******************************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিধান চন্দ্র ধর ১৬/১০/২০২১
    ভালো
  • বেশ।
  • ফয়জুল মহী ০৬/১০/২০২১
    মনোমুগ্ধকর
 
Quantcast