www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কৃতিত্ব

'কৃতিত্ব'
(কবিতা)

সফল কাজের....
পুরো কৃতিত্বটা-ই পাওয়ার বাসনা থাকে--
প্রায় সবারই নেকনজরে,
তার আস্বাদ ? জমে ক্ষীর হয়ে যায়--
যখন কাজের বেশিটা-ই...অন্যে করে !

এমন ঘটনা, অহরহ ঘটে চারপাশে,
কিন্তু, প্রতিবাদের কোন উপায়ই় নেই,
সবাইকে মানিয়ে নিতে হয়, অবশেষে।
কিছু উদাহরণে দেখাযাক্...সংক্ষেপে।
******
ভালো রান্নার সব কৃতিত্ব-ই নেন গিন্নী !
যোগানদাররা সব থাকেন অন্তরালে
তাদের কথা, কেউ ভাবে বলে শুনিনি,
রসনা-তৃপ্ত-গৃহকর্তা বলেন ডেকে ডেকে
'বুঝলে !...গিন্নী হল আমার সু-গেহেনী'।
******
গানের কথা ও সুর, শিহরণ জাগায় দেহ-মনে।
সব কৃতিত্বই পান গায়ক ও সুরকার,
কিন্তু, প্রায় সব সময়--
অন্তরালেই থেকে যান, সব গীতিকার।
******
সমবেত পরিশ্রমের ফসল যে কোন নির্মাণ,
কিন্তু...কৃতিত্ব পান শুধু ইঞ্জিনিয়ার !
খুব কম লোকই খোঁজ রাখেন--
কারা কারা কারা ছিলেন কন্ট্রাক্টর।
******
জীবন দিয়ে সৈনিক রক্ষা করেন--
দেশের দুর্গম সব বর্ডার....
ক'জন ভাবেন তাদের কথা !
যুদ্ধ জয়ে...সব কৃতিত্বই তো পান 'লিডার'!
******
আরো নজির ছড়িয়ে আছে কতশত !
রাস্তাঘাটে-স্কুল কলেজে-হসপিটালে,
কান পাতলেই শোনা যায়...
সাধারণ কর্মীদের রাখা হয় অন্তরালে !
******
সামান্য কৃতিত্ব, ওদের কি যায়না দেওয়া?
এরা কি এতই পাতি !!
এরাই তো, জান লড়িয়ে জান বাঁচান দিবারাত্রি !
দুর্জনেরা দেয়না, এদের জীবনে স্বস্তি।

এসবের মূলে...
'আমি', 'আমার'...বিষাক্ত দুটি শব্দ,
অহংকার এনে মনকে দেয় বিষিয়ে,
শেষে নিঃসঙ্গতায়, নিজেই হয় জব্দ !
************************
সুব্রত ভৌমিক ১৯-০৯-২০২১ কোল-৭৫
************************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ১৯/০৯/২০২১
    ভালো লাগলো
  • একদম সঠিক।
  • তাবেরী ১৯/০৯/২০২১
    সুন্দর
 
Quantcast