www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বর্ষায় কুচবিহারের স্মৃতি

'বর্ষায় কুচবিহারের স্মৃতি'

আজও বৃষ্টির....
টাপুর টুপুর শব্দে মনে ডাকে বান,
ছোট্ট বেলার পুরান দিনের কিছু কথা--
মনে পড়ে, যদিও তারা স্মৃতিতে ম্লান।

মনে পড়ে জলে-কাদায়, পাড়ার মাঠে
বাতাবি লেবু দিয়ে বল খেলার 'প্লেজার',
সর্বাঙ্গ জল-কাদায় মাখামাখি !! ....
এখন বুঝি ওটাই ছিল, 'ইমুউনিটি বুস্টার'।

বর্ষায় তোর্ষা নদী ছিল সবার ত্রাস !!
মনেপড়ে ঝাপসা, দু'কূল ছাপিয়ে বন্যায়--
ভাসিয়ে নিয়ে সবকিছু, করতো গ্ৰাস।

নদী ভাঙ্গনের ধারা মনে আছে আধা,
ভাবলে এখনো চোখে জল আসে--
'মেছোপাড়া'-র বিশাল বটগাছটাকে--
টেনে নিয়ে গেল নদী, মেটাতে তার ক্ষুধা !!

মাঝ নদীতে ধরতে প্রচুর ইলিশ মাছ--
জেলেরা পাতত্ জাল, বাঁশের বড় ফ্রেমে,
ফাঁটা বাঁশ স্রোতে দুলে করত আওয়াজ,
তাড়াত মাছ দু'ধার থেকে মাঝের জালে,
নদী-পাড়ে বসে দেখতাম আমরা সদলে।

অনেক স্মৃতি কখনোবা উঁকি দিয়ে যায়,
যেন অন্ধকারে বিদ্যুৎ চমক !!...
ধরে রাখব সে সব, যদি ঈশ্বর হন সহায়।
**********************************
সুব্রত ভৌমিক ০৬০৯২০২১ কোল-৭৫
**********************************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast