টাইম ও অন্যান্য
১) টাইম
স্যার: টাইম এর মধ্যে কাজ শেষ করো।
ছাত্র: স্যার, টাইম বোম্ব না টাইম মেশিন?
২) কাকতালীয়
স্যার: কাকতালীয় মানে কি?
ছাত্র: কাক তালি মেরেছে, কিন্তু কটা কাক ছিল?
৩) চর্চা
সেই ছাত্র,
যাকে স্যার ইনচার্জ মানে জিজ্ঞেস করায় বলেছিল,
মধ্যিখানে বসে চার্জ দেওয়া
আর
টুমরো মানে জিজ্ঞেস করায় বলেছিল,
দু জন মরেছে;
তাকে স্যার বললেন,
চর্চার মধ্যে থাকলে সব হয়।
ছাত্রের উত্তর,
দার্জিলিং-এর চা পান করেছি,
অসম-এর চা পান করেছি,
নীলগিরি-র চা পান করেছি;
কিন্তু চর্চা কোথাকার চা?
স্যার: টাইম এর মধ্যে কাজ শেষ করো।
ছাত্র: স্যার, টাইম বোম্ব না টাইম মেশিন?
২) কাকতালীয়
স্যার: কাকতালীয় মানে কি?
ছাত্র: কাক তালি মেরেছে, কিন্তু কটা কাক ছিল?
৩) চর্চা
সেই ছাত্র,
যাকে স্যার ইনচার্জ মানে জিজ্ঞেস করায় বলেছিল,
মধ্যিখানে বসে চার্জ দেওয়া
আর
টুমরো মানে জিজ্ঞেস করায় বলেছিল,
দু জন মরেছে;
তাকে স্যার বললেন,
চর্চার মধ্যে থাকলে সব হয়।
ছাত্রের উত্তর,
দার্জিলিং-এর চা পান করেছি,
অসম-এর চা পান করেছি,
নীলগিরি-র চা পান করেছি;
কিন্তু চর্চা কোথাকার চা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১১/১২/২০২৫চমৎকার প্রকাশ।
