চিয়ার আপ ও অন্যান্য
১) চিয়ার আপ
দিদাঃ তোর কাজের জন্য তোকে আমি চেয়ার আপ করছি।
নাতিঃ দিদা, ওটা চিয়ার আপ।
২) রক্ত
শিক্ষকঃ আমার রক্তে শিক্ষা।
ছাত্রঃ আমার রক্তে আরবিসি।
৩) চাকর
চা করতে বললেই কেউ চাকর (চা যুক্ত কর) হয় না।
৪) আশীর্বাদ
দিদা নাতিকে বললেনঃ
তুই ফুলে পেঁপে উঠবি।
৫) ইনচার্জ
শিক্ষকঃ আমি এখন ইনচার্জ হয়ে গেছি।
ছাত্রঃ এবার কি আমাদের ডিসচার্জ করবেন?
৬) গ্রামের ছেলে
"মোবাইলে হয় টানেল নেই অথবা কোথাও লুজ মোশান হয়েছে"।
[আসলে টাওয়ার নেই অথবা লুজ কানেকশন হয়েছে]
৭) ইতিহাস পরীক্ষার খাতা
খাতায় এক ছাত্র লিখেছে-
রাজারা তরকারি দিয়ে যুদ্ধ করতেন।
[আসলে ওটা তরবারি হবে]
দিদাঃ তোর কাজের জন্য তোকে আমি চেয়ার আপ করছি।
নাতিঃ দিদা, ওটা চিয়ার আপ।
২) রক্ত
শিক্ষকঃ আমার রক্তে শিক্ষা।
ছাত্রঃ আমার রক্তে আরবিসি।
৩) চাকর
চা করতে বললেই কেউ চাকর (চা যুক্ত কর) হয় না।
৪) আশীর্বাদ
দিদা নাতিকে বললেনঃ
তুই ফুলে পেঁপে উঠবি।
৫) ইনচার্জ
শিক্ষকঃ আমি এখন ইনচার্জ হয়ে গেছি।
ছাত্রঃ এবার কি আমাদের ডিসচার্জ করবেন?
৬) গ্রামের ছেলে
"মোবাইলে হয় টানেল নেই অথবা কোথাও লুজ মোশান হয়েছে"।
[আসলে টাওয়ার নেই অথবা লুজ কানেকশন হয়েছে]
৭) ইতিহাস পরীক্ষার খাতা
খাতায় এক ছাত্র লিখেছে-
রাজারা তরকারি দিয়ে যুদ্ধ করতেন।
[আসলে ওটা তরবারি হবে]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৩/১১/২০২৫বেশ ভালো
-
ফয়জুল মহী ০৩/১১/২০২৫চমৎকার লিখেছেন
