কবিতা লিখলেই
কবিতা লিখলেই
কবিতা লেখা হয় না।
যেখানে বাস্তব মানুষকে লিখতে শেখায়,
সেখানে জন্মায় গদ্য।
কল্পনা কটা মানুষ করে-
কল্পনা করার আকাশে আজ স্বার্থপরতার কালো ধোঁয়া।
তাই আধুনিক কবিতায়
নেই তাল, নেই ছন্দ,
একেবারে গদ্যের অনুরূপ।
কবিতা লেখা হয় না।
যেখানে বাস্তব মানুষকে লিখতে শেখায়,
সেখানে জন্মায় গদ্য।
কল্পনা কটা মানুষ করে-
কল্পনা করার আকাশে আজ স্বার্থপরতার কালো ধোঁয়া।
তাই আধুনিক কবিতায়
নেই তাল, নেই ছন্দ,
একেবারে গদ্যের অনুরূপ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/১০/২০২৫বেশ
