মজার ছড়া পৃষ্ঠা ৫
১) বাবার আদেশ
বাবা বলেনঃ
অনেক মেক আপ করতে হবে তোকে লেখাপড়ায়।
ছেলের জবাবঃ
এনেছি পেইন্টিং বাক্স, এবার কে আমাকে হারায়।
বাবা বলেনঃ
বি আপ এন্ড ডুইং মাই বয়।
ছেলে সিঁড়ি বেয়ে আপ ডাউন করে,
লেখাপড়াকে করবে জয়।
২) ওয়াশিং মেশিন
মা বলেনঃ
ওগুলো সব ওয়াশিং মেশিনে দিবি,
ধুয়ে সাফ হয়ে যাবে দেখবি।
মেয়ে মজা করেঃ
বাসনপত্র সাথে দেবো নাকি,
চকমক করবে ঝিকিমিকি।
৩) শব্দের ব্যাখ্যা
ইনচার্জ মানে
মধ্যিখানে চার্জ হয়ে বসা।
সরেজমিন অর্থ
সরে গিয়ে জমিতে আসা।
৪) বেদানা
শিক্ষক প্রশ্ন করেনঃ
বেদানা কি রকম ফল?
ছাত্রের উত্তরঃ
বেদনার ফলাফল।
বাবা বলেনঃ
অনেক মেক আপ করতে হবে তোকে লেখাপড়ায়।
ছেলের জবাবঃ
এনেছি পেইন্টিং বাক্স, এবার কে আমাকে হারায়।
বাবা বলেনঃ
বি আপ এন্ড ডুইং মাই বয়।
ছেলে সিঁড়ি বেয়ে আপ ডাউন করে,
লেখাপড়াকে করবে জয়।
২) ওয়াশিং মেশিন
মা বলেনঃ
ওগুলো সব ওয়াশিং মেশিনে দিবি,
ধুয়ে সাফ হয়ে যাবে দেখবি।
মেয়ে মজা করেঃ
বাসনপত্র সাথে দেবো নাকি,
চকমক করবে ঝিকিমিকি।
৩) শব্দের ব্যাখ্যা
ইনচার্জ মানে
মধ্যিখানে চার্জ হয়ে বসা।
সরেজমিন অর্থ
সরে গিয়ে জমিতে আসা।
৪) বেদানা
শিক্ষক প্রশ্ন করেনঃ
বেদানা কি রকম ফল?
ছাত্রের উত্তরঃ
বেদনার ফলাফল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৯/১০/২০২৫খুব সুন্দর উপস্থাপন।