বুদ্ধি ও অন্যান্য
১) বুদ্ধি
সেই স্বামী,
যার চোর পালালে বুদ্ধি বাড়ে না,
বৌ পালালে বুদ্ধি বাড়ে-
তার মুখে কিছু ইংরেজি শব্দের ব্যাখ্যা-
পসিবেল মানে পচা বেল।
ব্রিটানিয়া মানে বিড়ি টানিয়া।
আউটস্ট্যান্ডিং হল বাইরে দাঁড়ানো।
২) বাতাসা
ঠাকুরকে ঠাকুরমা রোজ দেন বাতাসা।
নাতি বলেঃ বাতাসা মানে বাতের ব্যথায় বাঁচার আশা।
৩) কারি পাতা
দক্ষিণ ভারতে সব খাবারে কারি পাতা।
শুভ অনুষ্ঠানে কারি পাতা।
শিবের মাথায় কি এরা বেল পাতাই দেয়?
নারায়ণের মাথায় কি এরা তুলসী পাতাই দেয়?
৪) ট্যাগ লাইন
ডাক্তার একবার বলেছিলেনঃ
সর্বদা গলায় মাফলার ও পায়ে চটি পরে গার্গল করবে।
সে তাই গামবুট আর নেক টাই পরে গার্গল করে।
তার সিনেমার নতুন ট্যাগ লাইন-
অর্ডার ছাড়া বর্ডার ক্রস করলে,
গার্ডার দিয়ে মার্ডার হতে হবে!
সেই স্বামী,
যার চোর পালালে বুদ্ধি বাড়ে না,
বৌ পালালে বুদ্ধি বাড়ে-
তার মুখে কিছু ইংরেজি শব্দের ব্যাখ্যা-
পসিবেল মানে পচা বেল।
ব্রিটানিয়া মানে বিড়ি টানিয়া।
আউটস্ট্যান্ডিং হল বাইরে দাঁড়ানো।
২) বাতাসা
ঠাকুরকে ঠাকুরমা রোজ দেন বাতাসা।
নাতি বলেঃ বাতাসা মানে বাতের ব্যথায় বাঁচার আশা।
৩) কারি পাতা
দক্ষিণ ভারতে সব খাবারে কারি পাতা।
শুভ অনুষ্ঠানে কারি পাতা।
শিবের মাথায় কি এরা বেল পাতাই দেয়?
নারায়ণের মাথায় কি এরা তুলসী পাতাই দেয়?
৪) ট্যাগ লাইন
ডাক্তার একবার বলেছিলেনঃ
সর্বদা গলায় মাফলার ও পায়ে চটি পরে গার্গল করবে।
সে তাই গামবুট আর নেক টাই পরে গার্গল করে।
তার সিনেমার নতুন ট্যাগ লাইন-
অর্ডার ছাড়া বর্ডার ক্রস করলে,
গার্ডার দিয়ে মার্ডার হতে হবে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৮/০৯/২০২৫Nice