মজার ছড়া পৃষ্ঠা ৪
১) নাম
আমি সূর্যকান্ত।
ইম্পোটেন্ট কাজ করি রাত জেগে।
ব্লাউজ করি ইন্টারনেট।
আমার মাথার ঘিলু সময়ের আগে।
তপন কহেঃ হে প্রিয় বন্ধু,
গুরুত্বপূর্ণ কাজ মানে অক্ষম নয়
আর নারীর বেশ চোখে দেখা পাপ...
রাতে করলে কাজ নাম নিশিকান্ত হয়।
২) হাসি
'দাদার সব চুল যে পাকা'।
'এসিয়ান পেন্টস্-এর সাদা রং
দিয়েছে ঢেলে মাথায়,
সাথে দশ বছর গ্যারান্টি, এমনই ঢং'।
'বেশ রসিক তো আপনি'।
'হাসতে যদি না পারি,
বাঁচার আছে কি মানে,
যেন জীবনের সাথে যাপনের আড়ি'।
আমি সূর্যকান্ত।
ইম্পোটেন্ট কাজ করি রাত জেগে।
ব্লাউজ করি ইন্টারনেট।
আমার মাথার ঘিলু সময়ের আগে।
তপন কহেঃ হে প্রিয় বন্ধু,
গুরুত্বপূর্ণ কাজ মানে অক্ষম নয়
আর নারীর বেশ চোখে দেখা পাপ...
রাতে করলে কাজ নাম নিশিকান্ত হয়।
২) হাসি
'দাদার সব চুল যে পাকা'।
'এসিয়ান পেন্টস্-এর সাদা রং
দিয়েছে ঢেলে মাথায়,
সাথে দশ বছর গ্যারান্টি, এমনই ঢং'।
'বেশ রসিক তো আপনি'।
'হাসতে যদি না পারি,
বাঁচার আছে কি মানে,
যেন জীবনের সাথে যাপনের আড়ি'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০৮/২০২৫চমৎকার
-
ফয়জুল মহী ১১/০৮/২০২৫সুন্দর লিখেছেন কবি।