আদর
বাচ্চা ছেলে দেখলেই লোকটা
আদর করে।
কেউ ভাল চোখে দেখে,
কেউ রাগ করে।
লোকটার জ্বালা কে বুঝবে?
আগুনের থেকেও বেশী।
নিজে হাতে সন্তানকে কবর দিয়েছে,
দুঃখ কি আর আছে এর থেকেও বেশী!
সকল বাচ্চা ছেলের মধ্যে খোঁজে
হারানো ছেলের মুখ।
সমাজ দেখলো তার মুখে
ছেলেধরার মুখ।
মারের ঠেলায় অন্ধকার,
রক্ত মাথা ফেটে।
নিজের ছেলের কাছে যাবে,
বলছে বুক ফেটে।
আদর করে।
কেউ ভাল চোখে দেখে,
কেউ রাগ করে।
লোকটার জ্বালা কে বুঝবে?
আগুনের থেকেও বেশী।
নিজে হাতে সন্তানকে কবর দিয়েছে,
দুঃখ কি আর আছে এর থেকেও বেশী!
সকল বাচ্চা ছেলের মধ্যে খোঁজে
হারানো ছেলের মুখ।
সমাজ দেখলো তার মুখে
ছেলেধরার মুখ।
মারের ঠেলায় অন্ধকার,
রক্ত মাথা ফেটে।
নিজের ছেলের কাছে যাবে,
বলছে বুক ফেটে।