মজার ছড়া পৃষ্ঠা ৩
১) স্ত্রী ও স্বামী
স্ত্রীঃ তোমার পেট বাড়ছে, বাড়ছে ওজন।
মাটিতে গর্ত হয়ে যাবে ঢুকে।
স্বামীঃ তোমার জিরো ফিগার,
উড়বে হাওয়ায়, ঝুলবে হুকে।
স্ত্রীঃ তোমার যা গলার আওয়াজ,
বসে না ছাদে কাক ও চিল।
স্বামীঃ বিয়ের আগে ছিলাম নির্বিকার,
এখন বাঁচা মুশকিল।
স্বামীঃ পেয়েছে দারুণ খিদে।
স্ত্রীঃ দাঁড়াও হয়ে সিধে।
স্বামীঃ বিরিয়ানিতে দিয়েছো কি?
স্ত্রীঃ লতা পাতা নয়, মুরগি আবার কি!
স্বামীঃ সেদিন ডেটাকে তুমি বলেছিলে ডাঁটা,
সজনে না নাজনে।
স্ত্রীঃ ডেটার তরকারি আছে বটে,
চেখে দেখবো দুজনে।
২) আংটি
"আঙুলে এত আংটি কেন"?
"তোমারও আছে চেন হাতে কিংবা কোমরে"।
"আমার কোথাও কোনো চেন নেই"।
"সেকি প্যান্টেও না, একি শোনালে আমারে"!
স্ত্রীঃ তোমার পেট বাড়ছে, বাড়ছে ওজন।
মাটিতে গর্ত হয়ে যাবে ঢুকে।
স্বামীঃ তোমার জিরো ফিগার,
উড়বে হাওয়ায়, ঝুলবে হুকে।
স্ত্রীঃ তোমার যা গলার আওয়াজ,
বসে না ছাদে কাক ও চিল।
স্বামীঃ বিয়ের আগে ছিলাম নির্বিকার,
এখন বাঁচা মুশকিল।
স্বামীঃ পেয়েছে দারুণ খিদে।
স্ত্রীঃ দাঁড়াও হয়ে সিধে।
স্বামীঃ বিরিয়ানিতে দিয়েছো কি?
স্ত্রীঃ লতা পাতা নয়, মুরগি আবার কি!
স্বামীঃ সেদিন ডেটাকে তুমি বলেছিলে ডাঁটা,
সজনে না নাজনে।
স্ত্রীঃ ডেটার তরকারি আছে বটে,
চেখে দেখবো দুজনে।
২) আংটি
"আঙুলে এত আংটি কেন"?
"তোমারও আছে চেন হাতে কিংবা কোমরে"।
"আমার কোথাও কোনো চেন নেই"।
"সেকি প্যান্টেও না, একি শোনালে আমারে"!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে এস এম অনিক ০৫/০৭/২০২৫Nice