গুড ও অন্যান্য
১) গুড
অজয় হল গুড বয়।
সবুজ হল বয় ক্যারিং গুড্স।
২) কঙ্কনা
যার দাঁত গরম চা খেলে বা ঠান্ডা জল খেলে
কনকন করে বলে স্বামী নাম দিয়েছেন, কঙ্কনা,
তার কিছু ইংরেজি উচ্চারণ:
'আপনার স্বামীর ডেজিগনেশন কি'?
'না, তিনি আমাকে না জানিয়ে কখনোই রেজিগনেশন জমা দেবেন না'।
'আপনার স্বামী কোথাকার ইনচার্জ'?
'না, আপনি আমার স্বামীকে কোনো কারণ ছাড়া ডিসচার্জ করতে পারেন না'।
৩) ঝগড়া
স্বামী। অফিসে রোজ ম্যাডামের সাথে আমার ঝগড়া হচ্ছে।
স্ত্রী। অতি ঝগড়া মানে প্রেম।
স্বামী। বাড়িওয়ালার সাথে রোজ তুমি ঝগড়া করো। সেটাকে কি বলবে?
স্ত্রী চুপ!
অজয় হল গুড বয়।
সবুজ হল বয় ক্যারিং গুড্স।
২) কঙ্কনা
যার দাঁত গরম চা খেলে বা ঠান্ডা জল খেলে
কনকন করে বলে স্বামী নাম দিয়েছেন, কঙ্কনা,
তার কিছু ইংরেজি উচ্চারণ:
'আপনার স্বামীর ডেজিগনেশন কি'?
'না, তিনি আমাকে না জানিয়ে কখনোই রেজিগনেশন জমা দেবেন না'।
'আপনার স্বামী কোথাকার ইনচার্জ'?
'না, আপনি আমার স্বামীকে কোনো কারণ ছাড়া ডিসচার্জ করতে পারেন না'।
৩) ঝগড়া
স্বামী। অফিসে রোজ ম্যাডামের সাথে আমার ঝগড়া হচ্ছে।
স্ত্রী। অতি ঝগড়া মানে প্রেম।
স্বামী। বাড়িওয়ালার সাথে রোজ তুমি ঝগড়া করো। সেটাকে কি বলবে?
স্ত্রী চুপ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ২ ১৫/০৬/২০২৫হুম, খুব খুব
-
রবিউল হাসান ১৫/০৬/২০২৫বেশ