বিজ্ঞাপন
বিজ্ঞাপন মারিবেন না।
দেওয়ালে দেওয়ালে লেখা।
বলি, চোরের মা ও বাবার বড় গলা।
যে মানুষ সারাদিন নিজের গান গায়,
সে মানুষকেই বলেঃ
বিজ্ঞাপন মারিবেন না।
অতই যদি বলার থাকে,
তাহলে নিজের গান গাওয়া কেন?
বিজ্ঞাপনে যদি ঘেন্না হয়,
তবে বিজ্ঞাপনের হেতু কেন?
দেওয়ালে দেওয়ালে লেখা।
বলি, চোরের মা ও বাবার বড় গলা।
যে মানুষ সারাদিন নিজের গান গায়,
সে মানুষকেই বলেঃ
বিজ্ঞাপন মারিবেন না।
অতই যদি বলার থাকে,
তাহলে নিজের গান গাওয়া কেন?
বিজ্ঞাপনে যদি ঘেন্না হয়,
তবে বিজ্ঞাপনের হেতু কেন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৩/০৫/২০২৫
মুগ্ধতা রেখে গেলাম কবি প্রিয়।