নম্র ও অন্যান্য
১) নম্র
স্যার। তোমরা নম্র হও।
ছাত্র। নম্রতা শিরোদকারের কথা বলছেন স্যার?
২) পেন্টিং বক্স
বাবা। অনেক ঘুরেছো, এবার লেখাপড়াতে মেক আপ করো দেখি।
ছেলে। আগে পেন্টিং বক্স কিনে দাও।
বাবা কনফিউজ হয়ে প্রোফিউজলি ঘামতে লাগলেন।
৩) প্যান ডি
যে বৌদি ইনডাকশন-এ ভাত হচ্ছে বলতে গিয়ে বলেন, ইনজেকশন-এ ভাত হচ্ছে,
তিনি স্বামীকে বললেন :
পেট গরম হয়েছে, প্যান্ট ডি দাও।
৪) আরশোলা
স্যার। তোমার এপ্রোচ কি?
ছাত্র। কি বললেন স্যার, ককরোচ!
৫) আউটস্ট্যান্ডিং
স্যার। আউটস্ট্যান্ডিং।
ছাত্র। এই রোদে বাইরে গিয়ে দাঁড়াতে পারবো না স্যার।
৬) পিছনে
স্ত্রী। ফুলদানিটা কোথায় রেখেছো?
স্বামী। পিছনে।
স্বামী। আরে কি দেখছো, আমার পিছনে নয়, পর্দার পিছনে।
স্ত্রী। তাই বলো।
৭) তরমুজ
দোকানদার। তরমুজ কেটে দেবো, খাবেন?
খরিদ্দার। গোটা খেলে যে পরের দিন আর বেরোবে না!
দোকানদার। গোটা খেতে পারলে তো?
খরিদ্দার। তাহলে জিজ্ঞেস করে লজ্জা দিলেন কেন?
স্যার। তোমরা নম্র হও।
ছাত্র। নম্রতা শিরোদকারের কথা বলছেন স্যার?
২) পেন্টিং বক্স
বাবা। অনেক ঘুরেছো, এবার লেখাপড়াতে মেক আপ করো দেখি।
ছেলে। আগে পেন্টিং বক্স কিনে দাও।
বাবা কনফিউজ হয়ে প্রোফিউজলি ঘামতে লাগলেন।
৩) প্যান ডি
যে বৌদি ইনডাকশন-এ ভাত হচ্ছে বলতে গিয়ে বলেন, ইনজেকশন-এ ভাত হচ্ছে,
তিনি স্বামীকে বললেন :
পেট গরম হয়েছে, প্যান্ট ডি দাও।
৪) আরশোলা
স্যার। তোমার এপ্রোচ কি?
ছাত্র। কি বললেন স্যার, ককরোচ!
৫) আউটস্ট্যান্ডিং
স্যার। আউটস্ট্যান্ডিং।
ছাত্র। এই রোদে বাইরে গিয়ে দাঁড়াতে পারবো না স্যার।
৬) পিছনে
স্ত্রী। ফুলদানিটা কোথায় রেখেছো?
স্বামী। পিছনে।
স্বামী। আরে কি দেখছো, আমার পিছনে নয়, পর্দার পিছনে।
স্ত্রী। তাই বলো।
৭) তরমুজ
দোকানদার। তরমুজ কেটে দেবো, খাবেন?
খরিদ্দার। গোটা খেলে যে পরের দিন আর বেরোবে না!
দোকানদার। গোটা খেতে পারলে তো?
খরিদ্দার। তাহলে জিজ্ঞেস করে লজ্জা দিলেন কেন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল হাসান ৩০/০৪/২০২৫আরও মজার কৌতুক চাই।