www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চিনি ও অন্যান্য

১) চিনি

নতুন সিরিয়াল, নাম চিনি। এরপর আসবে নুন, তারপর লঙ্কা, তারপর তেজপাতা।

২) রেওয়াজি খাসি

অপা। পলা, তুই রোগা হতে হতে একেবারে মাটির সঙ্গে মিশে যাবি।
পলা। অপা, তোর একদম রেওয়াজি খাসির মতো চেহারা।

৩) আলুর পরোটা

'দিদি, আপনার দোকান গতকাল বন্ধ ছিল। আমি আলুর পরোটা নিতে এসেছিলাম'।
'গতকাল আমি দোকান খুলিনি'।
'আপনার মোবাইল নম্বরটা দিন। এবার এলে ফোন করে আসবো'।
'লিখুন, ৯৮৭৬৫৪৩২১০, মৌমিতা মুখার্জি'।
'আমি আলুর পরোটা নামে সেভ করলাম'।

৪) পোস্ত

স্যার বললেন, 'নেভার ব্র্রিং পাস্ট টু শেপ ইওর প্রেসেন্ট'।
ছাত্র পাস্ট টু লিখতে গিয়ে পোস্ত লিখলো।

৫) আপেল

ভদ্রলোকের স্ত্রী ডাক্তার, তাই ভদ্রলোক আপেল খান না! কেন?
কারণ, ওয়ান আপেল এ ডে কিপস্ দি ডাক্তার আবে।

৬) বি কেয়ারফুল

স্যার। বি কেয়ারফুল, দীপক।
দীপক। বিচুটি ফুল, স্যার।

৭) ডেড বডি

স্যার। আমি স্কুলে আসার সময় একটা ডেড বুডি দেখেছি।
ছাত্র। ওটা বুডি নয়, বডি।

৮) ব্রাউনিয়ান মোশান

মলিকুল গুলা যখন সুইটাসুইটি করে।

৯) সংকেত লেখা

স্যার পড়ালেন, "লেখো সোডিয়াম-এর সংকেত। বড়হাতের 'এন', তারপর ছোটহাতের 'এ', এনএ"।
ছাত্র ক্যাপিটাল 'এন' স্মল 'এ' লেখার জায়গায় লিখলো: বড়হাতের 'এন', তারপর ছোটহাতের 'এ', এনএ।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ২৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast