www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মের ভারত মহান

বাবা বললো: আজ ৭২ তম স্বাধীনতা দবসের রইলো শুভেচ্ছা
কথা শুনে খুকি বলে: বাবা সেটা কী?
এটা কি গায়ে মেখে না মাথায় দে।
কথাটা শুনে পাশের বাড়ির কাকু সোজা এল তেড়ে
আমাকে মারবে বলে।
বাবা বলে, ওর কী দোষ, ও জানে কি ইতিহাস
কাকু এবার বাবার প্রতি রেগে, মেয়েকে কিছু শেখাস।
কথা শোনে বাবা গেল বসে, মুখে তার লাল বর্ণের ছটা
এ দেখে আমার চোখে নেমে এল অন্ধকারের ঘনঘটা।
কিছুক্ষন থেমে বিছানা থেকে চলে এলাম নেমে
বাবা ওটা কী? আমার যে ভয় করে
বাবা বলে মা ওটা বলতে আজ আমার ডোর করে।

বিচিত্র এই দেশ বলেছিল সেলুকাস
নীল আকাশ সবুজ বন আর সাদা মনের মানুষের এখানে বাস।
তাইতো শক হুর্ন পাঠান মোঘল এসেছিলো এদেশে
তারা শোষণ করতে পারিনি এই দেশকে ভালবেসে।

তারপর এলো এক জাতি শ্বেতাঙ্গ তাদের নাম
ভারতবাসীদের কৃষঙ্গ বলে শুরু করলো তাদের কাম।
স্বর্ণ জহর ধনরত্নে ভরা এ দেশ
তাদের বল আর মেধা দিয়ে সবই করলো শেষ।
রাখলনা কিছু বাঁধলোনা তাদের মানুষকে করতে অত্যাচার
ধীরে ধীরে এদেশে নেমে আসলো স্বৈরাচার।

তারপর শোন এবার
তাদের হাত থেকে রক্ষা করতে আসলো নানান সংগ্রামী
ভোগৎ সিং, ক্ষুদিরাম নেতাজি মাটঙ্গিনী গান্ধীজি
ইংরেজদের অত্যাচারে বিশ্ব উঠলো কলরবে মেতে
ভারতবাসী তখন করে কঠোর পরিশ্রম কিন্তু পায়না খেতে।
এরপর বিশ্ব ব্যাপী ঘটেগেলো দু দুটি বড় যুদ্ধ
ভারতবাসীরা এবার ইংরেজদের প্রতি বেজায় ক্ষুব্ধ।
এদেশের হিন্দু মুসলিম বীরের প্রাণ দিয়ে রাখা করলো যে দেশ
আমাদের প্রতি ইংরেজদের অত্যাচার এভাবেই হলো শেষ।
এ দেশ হল এবার নিজের অধীন
১৯৪৭ সাল ১৫ আগস্ট ভারত হলো স্বাধীন।
দাসত্বের বন্ধন থেকে বেরিয়ে এলো ভারতবাসী
এ দেশে বাস হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, মুসলমান
তাই তো আজ গর্ব করে বলতে পারি
"মেরা দেশ মহান"।
ছোট্ট খুকি বললো এবার হেসে
"মেরা ভারত মহান" বুঝলাম অবশেষে।।।

আল-আমীন মিশন
ধূলিয়ান
১৪/০৮/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast