www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নারী

নারী মানে পণ্য ভোগের ,
এই ধারনায় বদ্ধমূল
হয়ে , তোরা করে চলিস্
আমার উপর চরম ভুল ।

যখন যেটা ইচ্ছে তোদের ,
জোর করে তা চাপিয়ে দিস্ ;
চাহিদাটা করতে পূরণ
আমার গতর নিঙড়ে নিস্ ।

সারাটা দিন হাজার সেবা ,
নেইকো উপায় একটু ভুল ;
পান থেকে চুন খসলে পড়েই
আমি তখন চক্ষুশূল ।

প্রতিরাতেই খেলতে নামা ,
বিছ্না তখন খেলার মাঠ ;
আগে পিছে , উপর নীচে ,
বাৎসায়নের হাজার পাঠ ।

প্রথম প্রথম মেঝেয় খেলা ,
ঘণ্টাখানেক তেল মালিশ ;
শেষ রাতেতে ঘুমিয়ে কাদা ,
আমি তখন পাশ বালিশ ।

শরীরটা আজ বড্ড খারাপ ,
গতরখানা টাটিয়ে বিষ ;
হে ভগবান ! আজকে রাতে
একটু আমায় রেহাই দিস্ ।

এতো করে বুঝিয়ে তোদের
তাও যদি না বুঝতে চাস্ ;
করবো বিনাশ কালী হয়ে ,
রইবে পড়ে তোদের লাশ ।

মুণ্ডমালা গলায় পরে
বসন বিনা লজ্জাহীন ;
পুরুষ বিহীন ভূবন জুড়ে
শুরু হবে নারীর দিন ...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫
    Midea aj nari ka ponno korea tulce
  • সবুজ আহমেদ কক্স ০৯/০৪/২০১৫
    কবি কৌশিক ভাইয়ের সাথে সহমত
    দারুন কাব্যতা
  • আপনার কবিতার বোধ ও নির্মাণের প্রশংশা করছি কবি। পুরুষতান্ত্রিক প্রভুত্বের অবসান হোক এটা আমিও চাই তবে নারির দিন শুরু হওয়া মানে তো সেই একই বিষয়। নারীতান্ত্রিক প্রভুত্ব। এর চেয়ে লৈঙ্গিক সাম্যই অধিক কাম্য কবি। ভাল থাকুন।

    কবিতাতে ছন্দ ও মাত্রার প্রয়োগ অনন্য ছিল। তবে জৈবিক যেই বিষয় অনেক গুলো স্তবকে তুলে এনেছেন সেটি একটি স্তবকে লিখলেও বোধ পূর্ণতা পেতো। অনেক গুলো স্তবকে বিশদ বর্ণনা অপ্রয়োজনীয় ছিল। এর পাশাপাশি নারীদের প্রতি শোষণের অন্যান্য বিষয়ও তুলে আনা যেত। ভাল থাকুন।
  • তিক্ত কিন্তু ভাল লাগল !
  • ভয়াবহ অনুভূতি
  • দূরবীণ ০৪/০৪/২০১৫
    একটু নোংরামি হয়ে গেলনা।
 
Quantcast