www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাঁদ

পূর্ণিমাতেও এখন দেখি , যায় না দেখা চাঁদ ,
দেখবো তাকে দু’চোখ ভরে , কতদিনের সাধ ;
স্পষ্ট নাকি দেখা যেতো কয়েক বছর আগে ,
এখন দেখি রোজই হেথায় চন্দ্রে গ্রহণ লাগে ;
রাহু এখন পাল্টে গিয়ে আকাশ ছোঁয়া বাড়ি ,
চাঁদ দেখতে দিচ্ছে সবাই চাঁদের দেশে পাড়ি ;
বেকার এখন , কর্মহীনে পকেট আমার ফাঁকা ,
চাঁদে গিয়ে চাঁদ দেখবো , জমিয়ে নিয়ে টাকা ;
তবুও এখন স্ব-চোখেতে চাঁদ দেখবো বলে ,
দুধেরই স্বাদ মেটাই আমি রোজই দই-এর ঘোলে ;
চাঁদের ছবি আটকে রাখি আমার শোওয়ার ঘরে ,
আগে তবু আটকে ছিলো ইলেকট্রিকের তারে ;
স্বপ্ন আমার বহুদিনের , মেরেছি তাই মাথা ,
ফাঁস কোরো না কারো কাছে , রেখো আমার কথা ;
হানিমুনে যাবো আমি , সঙ্গে প্রিয়তমা ,
চাঁদের জমির বায়নাখানা করেছি তাই জমা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জাহিদুর রহমান ১৪/০৪/২০১৫
    Ki abeg !
    Valo laglo kobi
  • তুষার রায় ০৪/০৪/২০১৫
    ছন্দের তালে মাতিয়ে দিল মন
  • চমৎকার একটি কবিতা। অনেক ভালো লাগলো।
 
Quantcast