www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

E সমান mc2

আমি নারী ।
আমাকে পদার্থ ভেবে অপদার্থের দল –
আমার মনে তখন E = mc2
খয়িষ্ণু শরীরের শূণ্যের দিকে চলতে থাকা ভরটা
মিশেছে আলোর গতিবেগের বর্গের সাথে ।
আমার মধ্যে জন্ম নিয়েছে অসীম শক্তি ।
প্রমাণ করেছি , অপদার্থের কোনো অস্তিত্ব নেই বাস্তবে ।
এক আছে , পদার্থ ,- যার ভর আছে , তাই
ভরন-পোষণের আবশ্যিকতা আছে ।
আর এক আছে , শক্তি ,- যা মাথা উঁচু করে বাঁচতে শেখায় ।
আমার মনে এখনও E = mc2
  যেখানে , E = শক্তি ,- আমার শক্তি ;
             m = ভর ,- আমার ভর ,- আমার অস্তিত্ব ,
                    যা নগন্য হলেও শূণ্য নয় ;
              c = আলোর বেগ , যা আমার মনের বেগের সমান ।
অসীম আমার শক্তি –
হলেও বা আমি নগন্য ।
আমি নারী ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো
  • আধুনিক লেখা মনেতে হচ্ছে আপনি ট্যালেন্ট
  • কপিল দেব ১২/০৩/২০১৫
    কবিতা কবির হাতের সুনিপুণ ছোঁয়ায় রঙ খুঁজে পায় । যদিও সেটি কোন কঠিন বা বিরক্তিকর বিষয় ও হয় ।
  • অন্তু নীল ১২/০৩/২০১৫
    কবিতায় বিজ্ঞান। ভালো।
  • সবুজ আহমেদ কক্স ১২/০৩/২০১৫
    একটু অন্যরকম...............
 
Quantcast