www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্যক্তি স্বাধিনতা


আমি যখন তোমার মতো থাকি , -
তখন বুঝি নিজেকে দিই ফাঁকি !
তাই , -
আমি এখন আমার মতোই থাকি ,
সবকিছুকে নিজের মতোই দেখি ।
যদি , -
এসব শুনে ভাবো এখন তুমি , -
অনেকখানি বদলে গেছি আমি !
জানবে , -
তোমার সেসব ভাবনা শুধুই মিছে ,
আজও আমি আছি তোমার পিছে ।
তবু , -
এর পরেও আমাকে ভুল বুঝে ,
অন্য কোনো পথ তুমি নাও খুঁজে । –
তখন , -
দাঁড়াবো না হয়ে বাধা কারো ,
নিজের মতো চলতে তুমিও পারো ।
কারন , -
নিজের মনের ভাবনা নিজের কাছে ,
সে অধিকার প্রত্যেকেরই আছে ।
আসলে , -
দুই জনেরই ভাবনা মিলে গেলে ,
তখন দুজন একই পথে চলে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারন হয়েছে আপনার কবিতাটি। নিয়মিত পাইনা কেন আপনাকে :)
  • אולי כולנו טועים ০২/১১/২০১৩
    কেমন আছ সম্পুর্ণা ?
    খুব ভালো লাগলো কবিতাটি।
    আজ লিখলে না ?
  • কবীর হুমায়ূন ০১/১১/২০১৩
    স্বরবৃত্ত আর অতি-পর্বের সুন্দর ব্যবহার কবিতাকে সম্মৃদ্ধ করে তুলেছে। ''এরপরেও আমাকে ভুল বুঝে'' এ চরণটি অন্যভাবে তুলে আনা যায়; যাতে মাত্রাগত পরিসংখ্যান ঠিক থাকে।
    ভালো থেকো কবি।
  • আহমাদ সাজিদ ৩১/১০/২০১৩
    খুব সুন্দর।
  • ভালো হয়েছে দিদি।
    • ধন্যবাদ ...
      • লেখা লেখি ছেড়ে দিলেন নাকি? একদম দেখি না।ব্লগে আসলে আমার নিয়মিত আয়োজনে আপনার নিমন্ত্রণ।
  • জহির রহমান ৩১/১০/২০১৩
    ভালো লেগেছে কবিতাটি। ধন্যবাদ কবিতাটির জন্য...
 
Quantcast