www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর্তি

সভ্যতার গায়ে নতুন রঙের প্রলেপ লাগানোর চুক্তিটা
অদৃষ্টের সাথে করে রেখেছে সময় ।
ঋণাত্মক অসীম হতে ধনাত্মক অসীমের পথে –
সভ্যতার গায়ে পরিবর্তনের প্রলেপ লাগাতে লাগাতে
এগিয়ে চলেছে সময় ।
সময়ের চুল চেরা তুলির আগা দিয়ে
সভ্যতার পটভূমিতে কখনো ফুটে উঠেছে সবুজের সমারোহ ;
কখনো আবার একরাশ জমাট কালো অন্ধকার ।
সেই বিস্তৃত পটভূমির মাঝে
একরাশ জমাট কালো অন্ধকারকে অতিক্রম করার চেষ্টা করে ,
সবুজের সমারোহকে খুঁজে পাওয়ার আশায় –
এগিয়ে চলেছে “মানুষ” নামক অদৃষ্টের হাতের পুতুল ।
বুকে তার একরাশ স্বপ্ন !
স্বপ্নগুলোকে আষ্ঠেপিষ্ঠে জড়িয়ে রয়েছে এক আঠালো আবেগ -
যার নাম “মানবিকতা” !
সামান্য উষ্ণতায় জমাট মোম যেমন গলে জল হয়ে পড়ে –
তেমনই সভ্যতার পটভূমিতে ফুটে থাকা জমাট কালো অন্ধকার
বিপন্ন করে তুলেছে মানুষের মানবিকতাকে ।
মানুষের অস্তিত্বের সুতোয় পড়েছে টান !!
অস্তিত্ব রক্ষার সেই চরম তাগিদে
“মানুষ”-এর প্রতিনিধিস্বরূপ “তাঁর” কাছে আকুল আর্তি –
  নিরবিচ্ছিন্ন প্রতিকূলতার জগতে
                      চারিদিকে বিস্তৃর্ণ মরুভূমি !
 তারই মাঝে একটুকরো শান্তির আশায় –
        পথ চলেছি পথহীন পথ বেয়ে ।
                মরুদ্যান হয়ে দেখা দিও “তুমি” ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • אולי כולנו טועים ১৯/১০/২০১৩
    বন্ধু,
    আধুনিক কবিতাকে তুমি অন্য উচ্চতায় নিয়ে গেলে
    এই কবিতায় -
    আধুনিক কবিতা যে কত জোরালো
    তা তুমি জানিয়ে গেলে।

    আমি তোমাকে ঠিকই চিনেছি -
    you are an asset.

    তোমার কাছ থেকে ১০১ টি কবিতা চাই -
    তোমার ১০১ টি কবিতার একটি বই
    প্রকাশের জন্য।
    ১০১ টি কবিতাই যেন হয়
    ভালবাসার, প্রেমের -
    হতাশা, নিরাশার একটি
    শব্দ, একটি বর্ণও যেন না থাকে
    একটিও কবিতায়।

    আমি জানি তুমি পারবে লিখতে -
    কি পারবেনা ??
  • খুবই চমৎকার গভীর চেতনামূলক একটি কবিতা।যা হৃদয়ের খুবই গভীরে স্পর্শ করে।যা আমাদের মানবিকতা কে জাগিয়ে তোলে।খুব ভালোো লাগলো বরাবরের মতো।শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য ।
  • খুব ভাল লাগল
 
Quantcast