www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতা মানে

তেমন আবেগ নেইকো কোথাও আজ ,
নেই প্রয়োজন মেটানোর কোনো ঋণ ;
স্বাধীন আমরা, স্বাধিন দেশের লোক ,
স্বাধীনতা মানে একটা ছুটির দিন ।

স্বাধীনতা মানে মুখ বুজে বেঁচে থাকা ,
স্বাধীনতা মানে অন্ধকারেতে ঢাকা ।

স্বাধীনতা মানে উনানে না চড়া হাঁড়ি ,
স্বাধীনতা মানে দাদাদের তাঁবেদারি ।

স্বাধীনতা মানে ধনীদের গাড়ী চড়া ,
স্বাধীনতা মানে গরীবকে ভাতে মারা ।

স্বাধীনতা মানে একা একা পথ চলা ,
স্বাধীনতা মানে অন্যকে ফাঁদে ফেলা ।

স্বাধীনতা মানে ফি’বছর মত্ দান ,
স্বাধীনতা মানে নেতাদের জয়গান ।

স্বাধীনতা মানে মরে মরে শুধু বাঁচা ,
রেশনের মাল কালোবাজারেতে বেচা ।

স্বাধীনতা মানে সবেতেই ঘুষ খাওয়া ,
স্বাধীনতা মানে ল্যাং মেরে বড়ো হওয়া ।

স্বাধীনতা মানে লকআউট কারখানা ,
স্বাধীনতা মানে বেকারের আনাগোনা ।

স্বাধীনতা মানে জেতা নয়, শুধু হারা ,
স্বাধীনতা মানে বিষবৃক্ষের চারা ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবিতায় চরম ক্ষোভ প্রকাশ হয়েছে।এই ক্ষোভ আমাদের সমাজের প্রতি দেশের প্রতি যারা এই সমাজ দেশ কে পরিচালিত করে।আজ তাদের কারনেই আজ সত্যিকারের স্বাধীনতা থেকে বঞ্চিত।চমৎকার কবিতা।
  • রোদের ছায়া ১২/১০/২০১৩
    কবিতাটি একটু আগেই কবিতার আসরে পড়েছি। এক কথার অপূর্ব ।
  • স্বাধিনতা=স্বাধীনতা
  • অনবদ্য
 
Quantcast