www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনযাত্রা

ভাবনার অন্তরালে লুক্কায়িত চাওয়া ,
কল্পনার অতীতে বাস্তবের পাওয়া ।

নিরালা সমাজের বুকে নিঃসঙ্গ হিয়া ,
অসীম সমুদ্র মাঝে ব্যভিচারী কায়া ।

আসেনা কিছুতে আত্মপরিতৃপ্তি ,
আঁধার ঢাকিয়া দেয় আলোকদীপ্তি ।

প্রেমের পরিণতি ঢাকা বিচ্ছেদ অবগুন্ঠনে ,
প্রাপ্তির পরম প্রাপ্তি চরম লুন্ঠনে ।

স্বপ্নের সম্প্রসারে বাড়ে মনের ব্যথা ,
বাস্তব লোকাচার বাঁধে মুখের কথা ।

না বলা মুখের কথা নিঃস্ফল আস্ফালনে ,
জমানো মনের ব্যথা অতৃপ্ত জ্বলনে ।

জীবনের প্রসারতা অন্তিমের ডাকে ,
অন্তিম নামিয়া আসে জীবনের ফাঁকে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার জীবনযাত্রার ছবি। খুব ভালো লেগেছে
  • রোদের ছায়া ০৩/১০/২০১৩
    খুব খুব ভালো লাল।
    ৪ ও ৫ নং লাইন দুটি খুবই ভালো লেগেছে , কপি অএস্ত হয়না বলে উল্লেখ করতে পারলাম না ।
  • ইব্রাহীম রাসেল ০৩/১০/২০১৩
    লুক্কায়িত-বুঝলাম না-কবিতা ভালো লাগলো
    • লুক্কায়িত = লুকিয়ে রয়েছে এমন...
      • রোদের ছায়া ০৩/১০/২০১৩
        শব্দটা লুকায়িত হবে মনে হয়।
    • ধন্যবাদ ।
  • Înšigniã Āvî ০৩/১০/২০১৩
    খুব ভাল ছন্দ....
 
Quantcast