www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এগিয়ে চলা

মনের মধ্যে আর এক আমি ।
মন তাই দোটানায় ।
একজন চায় সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটতে ;
পর্ণ কুটির, মেঠো পথ - আর একজনের ভাবনায় ।

জীবনের অভিধানের আজ তাই একটাই শর্ত –
প্রতিটা শব্দই আজ দ্ব্যর্থ ।

মনকে তাই বলেছি –
নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে ।

“ফেরা” শব্দটা আজ তাই মনের কাছে অর্থহীন ।
আজ এগিয়ে চলার দিন ।

একজন কল্পনায় আঁকা-বাঁকা মেঠো পথে ;
আর একজন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাস্তবের সাথে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আর. এইচ. মামুন ০১/১০/২০১৩
    মনের মধ্যে অরেকজন হলে তো দোটানা থাকবেই। দুজনকে এক করা যায় না?
  • সহিদুল হক ৩০/০৯/২০১৩
    দুই সত্ত্বার কথা বলা হয়েছে এই কবিতায়,এক সত্ত্বা কল্পনাবিলাসী,আর এক সত্ত্বা বাস্তবের মুখোমুখি।
  • বাহ্ বেশ! ভাল লাগল
  • Înšigniã Āvî ৩০/০৯/২০১৩
    ভাল লাগলো
  • ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩
    --একটু গভীরতা থাকলে ভালো লাগতো আরো--
 
Quantcast