www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভিন্ন সত্তা

সকালে ঘুম থেকে ওঠা অবধি ন’টা বাজার অপেক্ষা।

তারপর, সময় হলে দৌড়ে এক ছুটে –
ছাদে, তোমার প্রত্যহ যাতায়াত এই রুটে ।

ঠিক এখানে এলেই ফোন ধরার আছিলায় একটু থামা ;
অজানা উচাটনে শুরু হয় আমার ঘামা ।

তারপর, একদিন আমি ছাদনাতলায় ।
প্রতিদিনের অভ্যাস গেলো হারিয়ে ,
যেমন শেষ আলো গোধুলী বেলায় ।

এখনো অপেক্ষা, তবে ওর তরে ;
সায়াহ্ন শেষে অন্য এক ঘরে ।

অবশেষে কানে আসে দরজা নাড়ার শব্দ ;
দরজা খুলে, হয়ে যাই স্তব্ধ !

দেখি , তুমি !!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রোদের ছায়া ৩০/০৯/২০১৩
    বাহ কবিতায় পুরো একটা জীবন কাব্য তুলে এনেছেন । খুব সুন্দর।
  • ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩
    দারুণ লিখেছেন কবি
  • Înšigniã Āvî ৩০/০৯/২০১৩
    বাহ...
  • সহিদুল হক ৩০/০৯/২০১৩
    বাস্তব আর কল্পনা দুটি সত্ত্বা।
    • ধন্যবাদ...
  • ভিন্ন স্বাদের একটা কবিতা পেলাম
 
Quantcast