ভালবাসা লুকিয়ে রাখবো
    জানি বিশ্বাসে ভালবাসা হয়,
আবার অবিশ্বাসে ভালবাসা ভেঙ্গে যায়,
তুমি আমাকে কোনদিন বিশ্বাস করনি,
এরপরেও তোমাকে কিভাবে ভালাবাসা যায়।
বাসবো না ভালো আমি তোমায়,
কিছুনা জানলেও এটুকু জানি-
যেখানে বিশ্বাস নেই সেখানে ভালবাসাও নেই।
যদি কোনদিন বিশ্বাস আসে ফিরে সেদিন ভাববো,
ভালবাসার কথা ততদিন বুকের কোনে লুকিয়ে রাখবো।
আবার অবিশ্বাসে ভালবাসা ভেঙ্গে যায়,
তুমি আমাকে কোনদিন বিশ্বাস করনি,
এরপরেও তোমাকে কিভাবে ভালাবাসা যায়।
বাসবো না ভালো আমি তোমায়,
কিছুনা জানলেও এটুকু জানি-
যেখানে বিশ্বাস নেই সেখানে ভালবাসাও নেই।
যদি কোনদিন বিশ্বাস আসে ফিরে সেদিন ভাববো,
ভালবাসার কথা ততদিন বুকের কোনে লুকিয়ে রাখবো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        আশরাফুল হক মহিন ০১/০২/২০২১ওসাম
- 
        ইয়াকুব আহসান ০১/০৩/২০২০দারুন তো!
- 
        ফয়জুল মহী ০১/০৩/২০২০সুপাঠ্য,সুশোভন লেখা।
- 
        আলমগীর সরকার লিটন ০১/০৩/২০২০না ভালবাসা ভারবাসাই
 সেখানে বিশ্বাস অবিশ্বাস কিছু যায় আসে না
- 
        মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০৩/২০২০বাহ্


