www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হে তরুণ তোমাকে বলছি

হে তরুণ, তোমাকে বলছি—
এখনো তুমি ঘুমিয়ে আছো !
এদিকে মানুষরূপী কিছু হিংস্র নেকড়ে
ক্ষত বিক্ষত করে দিচ্ছে বাংলার বুক,
অনাহারীর মুখে থাবা মেরে
কেড়ে নিচ্ছে অন্ন,
আঘাতে আঘাতে রক্তাক্ত করে দিচ্ছে
শ্রমিকের ঘর্মাক্ত শরীর;
রাতের অন্ধকারে সদ্য স্বামীহারা যুবতির উপর
ঝাঁপিয়ে পড়েছে নরপশু, বিষাক্ত সর্পের মত
দংশন করে চলেছে তার সর্বাঙ্গ—
এসব নিয়ে তোমার কোন মাথাব্যথা নেই!

তোমার এ ঘুম যদি না ভাঙে—
বাংলার বুক থেকে ওরা নিশ্চিহ্ন করে দিবে
স্বাধীনতা নামক শব্দটি,
তুমি কি তাই চাও?
ধর্ষিতা নারীর চিৎকারে আবার
ভারী হয়ে উঠবে বাংলার বাতাস,
তুমি কি তাই চাও?
শোষণ, নিপীড়ন, গণহত্যার নিচে ঢাকা পড়ে
গোটা বাংলাদেশ পরিণত হবে নরকরাজ্যে,
তুমি কি তাই চাও?

হে তরুণ, তোমাকে বলছি—
হে নির্ভীক, হে বিদ্রোহী, তোমাকে বলছি—
আর ঘুমিয়ে থেকো না, ভিতু কাপুরুষের মত
আর নিশ্চুপ  থেকো না; বুকের অতলে
জাগিয়ে তোলো দুর্বার তারুণ্যশক্তি,
সত্যের মশাল হাতে জ্বালিয়ে পুড়িয়ে
ছারখার করে দাও  যতসব অসত্যের ঘাঁটি;
আকাশে বাতাসে জাগিয়ে তোলো বিদ্রোহের ঝড়—
যাতে লণ্ডভণ্ড হয়ে যাবে অত্যাচারীর মহাদূর্গ;
ষোল কোটি মানুষ খুঁজে পাবে
তাদের স্বপ্নের স্বদেশ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বাধীনতার স্বাদ যে কখন পাবো
    • সালমান মাহফুজ ০২/১০/২০১৩
      ধন্যবাদ দাদা ভাই । সেই স্বাদের অপেক্ষায় আমিও তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ।
  • আহমাদ সাজিদ ৩০/০৯/২০১৩
    বাহ! বেশ ভাল...
    ধন্যবাদ
  • সহিদুল হক ৩০/০৯/২০১৩
    বিদেশীদের হাত থেকে দেশ মুক্ত হলেও প্রকৃত স্বাধীনতা আসবে তখনই যখন দেশীয় অত্যাচারীর জুলুম বন্ধ করা যাবে আর সেজন্য তরুণদেরই এগিয়ে আসতে হবে।--কবিতায় জোরালো ভাবে এই বক্তব্য তুলে ধরা হয়েছে।
  • ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩
    --আপনি এরকমই লেখেন, সব লেখাতেই একটা বার্তা থাকে
  • হে তরুন তোমাকে বলছি
    এদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে তোমাকেই।
    দারুণ দেশাত্মবোধক কবিতা ভালো লেগেছে
  • Înšigniã Āvî ৩০/০৯/২০১৩
    এই আহ্বানে সকলকে সাড়া দিতেই হবে,
    • সালমান মাহফুজ ৩০/০৯/২০১৩
      তোমার জোরালো মন্তব্যে আমি মুগ্ধ । আসলে একমাত্র তরুণরাই পারে সব অশুভ শক্তিকে নিশ্চিহ্ন করতে ।
      অনেক ধন্যবাদ অভি ।
 
Quantcast