কেউ যেন শুনতে না পায়
আজ এই গোধূলিবেলায় তোমাকে হৃদয়ে গেঁথে
জনহীন খোলা মাঠে আমি বসে আছি নির্বিকার;
নৈঃশব্দের বুক চিরে
এই মনের গভীরে
তীরভাঙা ঢেউ তুলে কেন ফিরে যাও বার বার?
ওগো, কোন শব্দ নয়— যদি কিছু বলবার থাকে,
বাসন্তী হাওয়ার মত বলে দাও মৃদু ইশারায়;
এই বর্ণহীন ঘাস
কিংবা সুনীল আকাশ—
কেউ যেন শুনতে না পায়, যেন দেখতে না পায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        ওয়াহিদ ২৫/০৯/২০১৩valo laglo .....
 - 
        সুবীর কাস্মীর পেরেরা ২৫/০৯/২০১৩অসাধারণ
 - 
        দাদা মুহাইমিন চৌধূরী ২৫/০৯/২০১৩অব্যক্ত বেদনা অসাধারন কবি
 - 
        ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৫/০৯/২০১৩আজ এই গোধূলি বেলায়
এমন কবিতা পড়ে
সশব্দে বলতে ইচ্ছে করে
খুব ভালো - 
        Înšigniã Āvî ২৫/০৯/২০১৩ছবি ও লেখা মন কেড়ে নেয়
 
