খুলে ফেল্ ওই নোংরা চক্ষু
    খুলে ফেল্ ওই নোংরা চক্ষু, খুলে ফেল্ ।
যে চক্ষুর তৃষ্ণা মেটাতে
ষাট বছরের বৃদ্ধের হাতে
ধর্ষিত হয় পাঁচ বছরের শিশু ,
যে চক্ষুর লালসায় অনাহারীর অন্ন কেড়ে
লোভী অসুরেরা গড়ে তুলেছে অভ্রভেদী অট্টলিকা,
যে চক্ষুর ক্রোধে পাষণ্ডদের হাতে
রক্তাক্ত হয়ে মাটির অতলে মিশে যেতে হয়
ফেলানি, বিশ্বজিতের মত অসহায় মানুষদের—
খুলে ফেল্ সেই নোংরা চক্ষু,খুলে ফেল্ ।
যে চক্ষুর তৃষ্ণা মেটাতে
ষাট বছরের বৃদ্ধের হাতে
ধর্ষিত হয় পাঁচ বছরের শিশু ,
যে চক্ষুর লালসায় অনাহারীর অন্ন কেড়ে
লোভী অসুরেরা গড়ে তুলেছে অভ্রভেদী অট্টলিকা,
যে চক্ষুর ক্রোধে পাষণ্ডদের হাতে
রক্তাক্ত হয়ে মাটির অতলে মিশে যেতে হয়
ফেলানি, বিশ্বজিতের মত অসহায় মানুষদের—
খুলে ফেল্ সেই নোংরা চক্ষু,খুলে ফেল্ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সহিদুল হক ২১/০৯/২০১৩বাস্তব ঘটনার বিরুদ্ধে সুন্দর কাব্যিক প্রতিবাদ।
 - 
        Înšigniã Āvî ২১/০৯/২০১৩অনবদ্য প্রতিবাদী কবিতা ,
ধিক্কার জানাই সেই সব চোখেদের
অসংখ্য চোখের মিছিলকে যাদের জন্য সব শেষ হয়ে যাচ্ছে, এই সুন্দর পৃথিবী আর সুন্দর থাকছে না । - 
        ইব্রাহীম রাসেল ২১/০৯/২০১৩--ধিক্কার সুর মেলাই তোমার সাথে--
 - 
        সুবীর কাস্মীর পেরেরা ২০/০৯/২০১৩সালমান ভাই এমনা প্রতিবাদী কবিতাই চাই
 - 
        দাদা মুহাইমিন চৌধূরী ২০/০৯/২০১৩আসলেই খুলে ফেলতে হবে। কিন্তু ঘরে বসে কিভাবে?
 - 
        পল্লব ২০/০৯/২০১৩ভাল বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো একদিক থেকে এরকম চোখ খুলে ফেলতে থাকবেন, আর অন্যদিকে দেখবেন আরও নতুন নতুন চোখের জন্ম হচ্ছে।
 
