বিয়ে
    বলুন তো বিয়ে আর যুদ্ধের মাঝে পার্থক্য কোথায়?
কোথায়?
যুদ্ধে শত্রু আর আপনি আলাদা শিবিরে থাকবেন
কিন্তু বিয়েতে শত্রুর সাথেই আজীবন বসবাস করতে হয়।
হা......হাহা.........হাহাহা...............
তারপরও মানুষ বিয়ে করছে।
গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম,আমার কোন এক বন্ধু লিখেছেন,তার চিকন পিনের মোবাইল চার্জার লাগবে।যে মেয়ে সবচেয়ে আগে তাকে দিতে পারবে,তাকে সে বিয়ে করবে।আর যদি একাধিক মেয়ে একইসময়ে দেয়,তবে লটারীর মাধ্যমে সর্বোচ্চ চারজনকে বিয়ে করবে।
হাহাহা.........হাহা.........হা
কিছু মেয়ে মানুষ স্বামীর সংসারে গিয়ে ফুল ফোটায়,
আবার কিছু মেয়ে মানুষ স্বামীর সংসারে গিয়ে হুল ফুটায়।
আসলে কি? দিল্লাকা লাড্ডু যোভি খায়েগা তো পাস্তায়েগা,যো ভি নেহি খায়েগা তো ফির পাস্তায়েগা।
আরে মশাই হাসছেন না ক্যান,হাসুন...হাসুন...
হাসুন প্রান খুলে,
হাসলে হার্ট ভাল থাকে !!!
এখন বসে ভাবুন,আপনি কি দিল্লীর লাড্ডু খেয়ে পস্তাবেন,নাকি না খেয়েই পস্তাবেন???
কোথায়?
যুদ্ধে শত্রু আর আপনি আলাদা শিবিরে থাকবেন
কিন্তু বিয়েতে শত্রুর সাথেই আজীবন বসবাস করতে হয়।
হা......হাহা.........হাহাহা...............
তারপরও মানুষ বিয়ে করছে।
গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম,আমার কোন এক বন্ধু লিখেছেন,তার চিকন পিনের মোবাইল চার্জার লাগবে।যে মেয়ে সবচেয়ে আগে তাকে দিতে পারবে,তাকে সে বিয়ে করবে।আর যদি একাধিক মেয়ে একইসময়ে দেয়,তবে লটারীর মাধ্যমে সর্বোচ্চ চারজনকে বিয়ে করবে।
হাহাহা.........হাহা.........হা
কিছু মেয়ে মানুষ স্বামীর সংসারে গিয়ে ফুল ফোটায়,
আবার কিছু মেয়ে মানুষ স্বামীর সংসারে গিয়ে হুল ফুটায়।
আসলে কি? দিল্লাকা লাড্ডু যোভি খায়েগা তো পাস্তায়েগা,যো ভি নেহি খায়েগা তো ফির পাস্তায়েগা।
আরে মশাই হাসছেন না ক্যান,হাসুন...হাসুন...
হাসুন প্রান খুলে,
হাসলে হার্ট ভাল থাকে !!!
এখন বসে ভাবুন,আপনি কি দিল্লীর লাড্ডু খেয়ে পস্তাবেন,নাকি না খেয়েই পস্তাবেন???
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        আলম সারওয়ার ১০/১২/২০১৭বাহ চমৎকার।শুভেচ্ছা জানবেন।
- 
        কামরুজ্জামান সাদ ২১/০৭/২০১৭চমৎকার ভাবনা
- 
        মোনালিসা ০৯/০৭/২০১৭বিয়ে ............।
- 
        অর্ক রায়হান ২৩/০৬/২০১৭সহাস্য শুভেচ্ছা!
- 
        তাবেরী ২২/০৬/২০১৭বাহ!বেশ মজার।
- 
        সাইয়িদ রফিকুল হক ২২/০৬/২০১৭কৌতুক!
- 
        মোঃ শফিক আল বারি ২২/০৬/২০১৭বাহ !!! বাহ !!! বাহ !!! অনেক অনেক সুন্দর লাগলো ভাই, শুভ কামনা রইলো আপনার প্রতি ।
- 
        সাঁঝের তারা ২১/০৬/২০১৭বেশ


