www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অলজ্জতা

---------------------------
* * অলজ্জতা * *
---------------------------
শুধু অপলক চেয়ে থাকা
শুষে নেওয়া প্রকৃতির লাবণ্য
অলজ্জতা থাকে যদি তাতে
ভেবে নিও দৃষ্টিটা নয় বন্য,

নিজেকে নাগরিকই ভাবি,
ভাবনাটা তৃপ্তিও আনে মনে
এ চোখে শুধুই মানুষ
জন্তুকে পাঠিয়েছি বনে,

গন্ধটা শিহরণ তোলে দেহে,
তবু মুগ্ধ চোখে দেখি সেই ফুল,
মিষ্টি স্বপ্নে ভাল হয় শুধু ঘুম
অলজ্জতা যা,তা বিধাতার ভুল।*

-----------------------------------------------
* এখানে 'বিধাতার ভুল' কথাটা আক্ষরিক অর্থে ব্যবহৃত হয় নি, বরং স্রষ্টার অপরূপ সৃষ্টির কথা বোঝানো হয়েছে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৩/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast