www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোহ ৩

মাঝে মাঝে আমাকে অদৃশ্য কোন শক্তি
আশ্চর্য্য উপায়ে অস্বস্তি থেকে বাঁচায়,
যদিও দেব-দ্বিজে তেমন নেই ভক্তি
তবু বিশ্বাস করি আমাকে কেউ নাচায়;
অদৃশ্য সুতো হাতে বসে আছে অলক্ষ্যে
স্বরচিত নাটকে করায় অভিনয়,
কখনো করে বিপন্ন কখনো বা রক্ষে,
কখনো ঘটে জয়, কখনো পরাজয়।

মায়ের পদধ্বনি শুনে সরালি হাত
অংক কষতে শুরু করলি মন দিয়ে
বাইরে ঝড়-বৃষ্টি, ঘনিয়ে আসে রাত
বৌদি ঢুকলেন ঘরে চা-বিস্কুট নিয়ে
তাঁর মনে নেই কোন ঘাত-প্রতিঘাত
বললেন, আজ রাতে থেকে যাও ভাই
ঝড়ের তাণ্ডব চলছে, থামবে না বুঝি,
তোর হৃদয়ে যেন বাজলো সানাই
আমি আশঙ্কিত হয়ে অজুহাত খুঁজি।
শুনলো না কোন কথা দাদা-বৌদি কেউ;
থেকে যেতে হল তোর বাড়িতে সে রাতে
তোর বুকে বুঝি উঠেছে প্রেমের ঢেঊ
পরিবেশন করে খাওয়ালি নিজ-হাতে;
একটাই ঘর তোদের বারান্দা দুটি
একটায় তোর বাবা-মা অন্যটায় তুই
ঘরে আমি একা, কে যেন আসে গুটি গুটি
ভেজানো দরজা ঠেলে? চোখ বুজে শুই।
(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ০৮/১১/২০১৩
    প্রিয় কবি!
    আপনিওতো আমাকে একটা মোহে ফেলে দিলেন! যত পড়ছি ততই পরের ঘটনাগুলো জানার জন্য আগ্রহী হয়ে যাচ্ছি! অসাধারণ!
    শুভ কামনা
  • ফাহমিদা ফাম্মী ০৮/১১/২০১৩
    অসাধারন ...
  • এই পর্ব কি আগেও এক বার পোস্ট করেছিলেন?
    • সহিদুল হক ০৮/১১/২০১৩
      হ্যাঁ, ভুল করে ২য় পর্বে এটা পোস্ট করা হয়ে গিয়েছিল।২য় পর্বে সঠিকটা আবার পোস্ট করেছি।সেটা পড়ার আমন্ত্রণ রইলো।ভাল থেকো।
  • মীর শওকত ০৮/১১/২০১৩
    খুব ভাল লাগলো কবিতা। মনের আবেগ সুন্দরভাবে প্রকাশ পেয়েছে কবিতায়। শুভেচ্ছা রইল
 
Quantcast