www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোহ ১

ওটা প্রেম নয় মোহ, বলেছি কতবার।
মাটির জল যেমন বাষ্পমোচন টানে
তর তর করে উঠে আসে উপরে
অভিকর্ষের প্রবল বাধা অগ্রাহ্য করে
তারপর ছড়িয়ে পড়ে শাখা-প্রশাখায়,
ঠিক তেমন করেই তুই বাড়ির সব বাধা
ঠেলে আমার অস্থি-মজ্জায় ছড়িয়ে যেতে
চেয়েছিলি।একটি বারও ভেবে দেখিসনি
তোর-আমার মাঝে দুস্তর সাগরের ব্যবধান।

অংকে মেধাবী ছিলি তুই,গৃহ শিক্ষক
রাখার সামর্থ্য ছিল না তোর বাবার,
আমাকে বলেছিলেন একটু দেখিয়ে দিতে।
শনি-রবির ছুটিতে যেতাম তোদের বাড়ি
তোকে অংক শেখাতে,কত চটপট বুঝে নিতিস
জটিল সব সমাধান-কৌশল।
ভাল লাগতো তোকে অংক শেখাতে,
হয়তো নিজের অজান্তে একটু প্রশ্রয়ও
দিয়ে ফেলেছিলাম তোকে,কিন্তু বিশ্বাস কর
সেটা কেবল তোর মেধার জন্যে; অথচ তুই
আমার হাত থেকে কলমটা নিতে গিয়ে
কতবার হাতটা আলতো করে চেপে ধরতিস,
প্রয়োজনের চেয়ে একটু বেশিই ঝুঁকে
অংক কষতিস নির্লিপ্ত ভাণে, তোর জ্যোৎস্না-শুভ্র
সুডোল যৌবন-প্রতীক-জোড়ায় সবুজ আলো
দেখতে পেতাম,তুই তো জানতিস আমি তপস্বী নই,
নই কোন ব্রহ্মচারীও। তবুও প্রিয়ার মুখটা
জোর করে অদৃশ্য পর্দায় ভাসিয়ে চেষ্টা করেছি
বার বার রক্তস্রোতের গতি কমাতে।
একদিন বাড়িতে বসে তোর খাতা দেখতে গিয়ে
পেলাম একটা চিরকুট, কাব্যি করে লিখেছিস
'যাদুকর যেমন যাদুকাঠির ছোঁয়ায়
রুমালকে নিমেষে বিড়াল বানায়
খালি পাত্রে ফোটায় ফুল
তুমিও তেমনি কাকু ছিলে এতদিন
আজ শুধু প্রেমিক
এ নয় আমার মনের ভুল
আমার জীবনে এটাই ঠিক।'
হাসবো না কাঁদবো ভেবে পেলাম না বহুক্ষণ
সম্বিৎ ফিরে পেতে সময় লেগেছিল বেশ,
মেসেজ পাঠিয়ে জানালাম তখনই,
'এটা প্রেম নয় মোহ, বিপরীত লিঙ্গের প্রতি
স্বাভাবিক এক টান,মেধা আছে তোর,
মন দে পড়াশুনায় কেটে যাবে মোহ।' ত্বরিতে
তোর পাল্টা মেসেজ,'এ মোহ নয় নিখাদ প্রেম,
মনকে জিজ্ঞেস করে দেখেছি বহুদিন,
তারপর জানিয়েছি তোমাকে,আমার
সুস্থভাবে বাঁচা এখন নির্ভর করছে শুধু
তোমার উপর,কথা দাও থাকবে পাশে চিরদিন।'
(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ০৮/১১/২০১৩
    কবিতাটা সুন্দর হয়েছে। গল্পটাও চমৎকার।
    অসাধারণ লেগেছে।
    সবগুলো মোহ পড়তে চাই।
    শুভ কামনা...
  • ফাহমিদা ফাম্মী ০৭/১১/২০১৩
    গৃহ শিক্ষক আর ছাত্রীর প্রেম কাহিনীটা ঠিক মানায় না... মেয়ে টা ছোট তাই বুঝতে হবে শিক্ষককেই, মোহে বাঁধা পড়াটা ভুল না। এটা অন্যায় ...............।।
    লেখনি খুব সুন্দর হয়েছে, এমন ঘটনা বাস্তবে ঘটছে অহরহ ...
    • সহিদুল হক ০৭/১১/২০১৩
      আপনি ঠিকই বলেছেন। তবে ভালবাসা কোন নিয়ম মেনে চলেনা, তাই না? এটা খানিকটা আমার আত্মজীবনীমূলক কাহিনী। চলবে বেশ কিছু পর্ব।আশা করি পাঠিকা হিসাবে পাবো নিয়মিত। ভাল থাকবেন।
      • ফাহমিদা ফাম্মী ০৭/১১/২০১৩
        অবশ্যই পাবেন ... কবিতা টা আমার খুব ভালো লেগেছে .........।
  • মীর শওকত ০৬/১১/২০১৩
    বাল্য জীবনের এক সুন্দর প্রতিচ্ছবি। ভালো লাগলো । চালিয়ে যান
  • নাজমুন নাহার ০৬/১১/২০১৩
    ভাল লাগা রইল লেখার জন্য ।বাল্য প্রেম দুর্বার !!
  • ভাইয়া সত্যিই অসাধারণ।একেবারে নিখাদ একটি সত্য তুলে ধরেছেন।আমি জানি বিষয় টা।কেননা এক সময় গৃহ শিক্ষকের কাজ করেছি।সেই অভিজ্ঞতা আর আপনার কবিতা একেবারেই মিলে গেছে।যাক একটা কথা জিজ্ঞাসা করি।অপ্রাসঙ্গিক, আপনার কি কখনো কবিতা র খাতা হারিয়ে ছিল?
    • সহিদুল হক ০৬/১১/২০১৩
      অশেষ ধন্যবাদ, ভাল থেকো।
      হ্যাঁ বেশ কয়েকবার। কেন বলো তো?
      • আপনি এর আগে ও আমাকে বলেছিলেন। আপনার সেই কবিতা র খাতা হারানোর থিম নিয়ে আমার একটি গল্প চলছে। যেটার নাম "স্বপ্ন অধরা "।গল্পটি আশাকরি পড়েছেন। অশেষ ধন্যবাদ।
  • Înšigniã Āvî ০৬/১১/২০১৩
    khub sundor
 
Quantcast