www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবোল তাবোল

বড্ড বেশি কথা বলিস
সোজা পথে কেন চলিস
পায়রা দুটোকে দ্যাখ
একটুখানি বকম বকম
তারপর দ্যাখ দ্যাখ
ওদের রকম সকম।

একটায় মন খালি
যত পারিস দে গালি
কানামাছি ভোঁ ভোঁ
যাকে পাবি তাকে ছোঁ
জিভ লক লক পাঁড় মাতাল।

তেল ভরে দে দম দে দম
বুকের মাঝে গম গম
কেরোসিন স্টোভ
উগরায় ক্ষোভ
বিস্ফোরণ! হাসপাতাল!

দমকা হাওয়া
আসা আর যাওয়া
এ ঘাট ও ঘাট
চুকিয়ে দে পাট
হৃদয়ের হাট
খোলা দিনরাত
বিকিকিনি শেষ
ল্যাং মেরে হাঁটা দে
খুঁজে নে নতুন দেশ।

তদ্রূপ তদ্রূপ
বহু রূপে এক রূপ
যে দিকে তাকাস
হতাশ হতাশ
চেনা চোখে এক রাশ
শুধুই অবিশ্বাস
এক নিয়ে ছিলি বেশ
এখন দীর্ঘশ্বাস।

হিসাবের খাতা
জমায় কালো দাগ
খরচে লাল
বালিশে মাথা
কেটে যায় কাল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভাল কাবোল তাবোল বলেন তো আপনি :)
  • জহির রহমান ৩০/১০/২০১৩
    বেশ ভালো লেগেছে পড়তে। শুভেচ্ছা...
  • খুবই উপভোগ করলাম ছন্দ কবিতা
    • সহিদুল হক ৩০/১০/২০১৩
      অশেষ ধন্যবাদ।
      • আপনার দেখা পাচ্ছি না কেন ভাইয়া? সময় হলে আমার পাতায় একটু ঢুঁ মেরে যাবেন।
      • রাখাল ৩০/১০/২০১৩
        আ.ধ ।
  • Înšigniã Āvî ৩০/১০/২০১৩
    বাহ...
  • রাখাল ৩০/১০/২০১৩
    চমৎকার!
  • রোদের ছায়া ৩০/১০/২০১৩
    খুব ভাল লাগ্ল কবিতার বক্তব্য আর লেখার ঢং টাও ।
 
Quantcast