www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভগিনী নিবেদিতা

(১৪৭তম জন্ম-দিবসে শ্রদ্ধাঞ্জলি)

আজি পবিত্র দিনে বিনম্র শিরে করি শ্রদ্ধাঞ্জলি নিবেদন
তোমার স্মরণে শুদ্ধ যেন হয় লালসা-দীর্ণ ক্ষুদ্র এ মন।
ত্যাগ-তিতিক্ষার মূর্ত প্রতীক ওহে স্মামীজির মানসকণ্যা
তোমাকে পেয়ে এ দেশের নর-নারী হয়েছে ধন্য-ধন্যা।
সাগরপারের ভোগবাদী সমাজ স্বেচ্ছায় করেছো বর্জন
বিদেশী শোষণে দীর্ণ ভারতে ত্যাগের ব্রত করেছো গ্রহণ,
স্বেচ্ছায় গড়েছো নিজেকে নতুন করে দুঃসহ কৃচ্ছসাধনে
সব শক্তি মেনেছে পরাভব,পারেনি বাঁধতে পার্থিব-বাঁধনে
বাগবাজারের দমবন্ধ আবাসে কেটেছে বিনিদ্র রজনী
নিপীড়িত মানুষ তোমাতে পেয়েছে খুঁজে আপন ভগিনী,
শাসকের রক্তচক্ষু পারেনি টলাতে, ইতিহাসে আছে লিখা
তাই বুঝি ঋষি অরবিন্দ দিয়েছিল নাম 'শক্তিময়ী শিখা'
মানুষের মাঝে নিয়েছো খুঁজে আরাধ্য দেবতা শিবে
নিরন্তর সেবায় ক্লান্তি করেছো জয়,প্রেম বিলিয়েছো জীবে
কবিগুরু তোমার দিয়েছিল নাম 'লোকমাতা সতী'
আজি পুণ্য তিথিতে অন্তর হতে তোমাকে জানাই প্রণতি।

কলকাতা-৭০০১২৫
২৮/১০/২০১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর উপস্থাপন।চমৎকার সব শব্দের ব্যবহার কবিতা টিকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে।
    • সহিদুল হক ২৯/১০/২০১৩
      অশেষ ধন্যবাদ ভাই সাখাওয়াৎ সুচিন্তিত মন্তব্যের জন্য।
      ভাল থেকো।
      • আপনি ও ভালো থাকুন।সেই সাথে নিমন্ত্রণ গ্রহণ করুন আমার নতুন আয়োজনে র।
 
Quantcast