www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বেহিসাবী

হিসাবের কাজ করুক হিসাবরক্ষক
কবির কাজ কবি
মাপনদণ্ড হাতে শিল্পী যদি আঁকে
হয় না তেমন ছবি।
গণনার দিকে মন দিতে গেলে
ভাবের ঘরে টান
কাঠামোটা বেশ মজবুত হয়, তবে
পায় না তেমন প্রাণ।
হিসাব করে কি যায় গো বলো
কাঊকে ভালবাসা?
বেহিসাবী পথ চলাতেই
মেটে মনের আশা।
কাব্য-সুধা নেমে আসে ওই
ভাবের পাহাড় বেয়ে
যেমন আসে তেমন করেই
হৃদয়ে যায় ছেয়ে।
অংক তো নয়! সূত্র মেনেই
চলতে হবে শুধু?
এলোমেলো মেঘের ফাঁকেই
জ্যোৎস্না বিলায় বিধু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩
    বিধু কি কারো নাম না অন্য কোন মানে আছে তাতে ?

    কবিতা ভালো লাগলো ।।
  • Înšigniã Āvî ২৬/১০/২০১৩
    valo laaglo
  • কবীর হুমায়ূন ২৬/১০/২০১৩
    হিসাব থাকুক তোমার ভাড়ার ঘরের
    তেলাপোকা আর ছুঁচুর,
    হিসাব থাকুক তোমার ডাহা মিথ্যার
    ভয় দেখালে জুজুর।

    বেহিসাবি প্রেমের ঝাপি খুললাম দেখে যাও,
    ইচ্ছে মতো কাঁচা পাকা সকলই তুলে নাও।


    তোমার কবিতা ভালো লাগলো।
  • দীপঙ্কর বেরা ২৬/১০/২০১৩
    Bhalo laglo . Besh .
  • ভালোো লাগলো ।শুভকামনা সবসময়।
    • সহিদুল হক ২৬/১০/২০১৩
      অশেষ ধন্যবাদ।
      • আপনাকে ধন্যবাদ সেই সাথে ভালবাসা অনিমেষ।আমার নতুন ভাবনা য় আপনার নিমন্ত্রণ।সময় হলে আসবেন কিন্তু।
        • সহিদুল হক ০২/১১/২০১৩
          অবশ্যই যাবো।
 
Quantcast