www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পেটুক গদাই

এক যে ছিল পেটুক, নাম ছিল তার গদাই
যতই দাও মন ভরে না মন্ডা আর মেঠাই
একদিন সে নিদ্রা গেল স্কুলেতে এসে
স্বপনে সে চলে গেল দূর বিদেশে
সেথা গিয়ে দেখলো সে সন্দেশের ঘর-বাড়ি
গাছ থেকে সব লেডিকেনি ঝুলছে সারি সারি
লুচি দিয়ে তৈরি যত আছে পথ
পুকুরের জলগুলো সব শরবৎ
পাঁচিল ঘেরা ফুলবাগানে রাজভোগ আছে ফুটে
ইচ্ছে করে দু হাত দিয়ে সবগুলো নেয় লুটে
সাহস করে টপকে পাঁচিল ঢুকলো গদাই বাগে
কোত্থেকে যে মালি এসে ফুঁসছে ভীষণ রাগে
মালি যখন কান ধরে তার দিল ভীষণ টান
ঘুম ভেঙে যায় হঠাৎ করে স্বপ্ন যে খান খান
সে দেশ কোথায়! মালি কোথায়! এ যে ক্লাশরুম
মাস্টার মশাই বলছে রেগে,ঘুচিয়ে দেব ঘুম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ১৪/১০/২০১৩
    'লেডিকেনি' জিনিসটা কী বলবেন অনুগ্রহ করে ?
    স্বপ্নময় জগৎটাকে সুন্দর করে প্রকাশ করেছেন বেশ ।

    ঈদের শুভেচ্ছা রইল ।।
    • সহিদুল হক ১৪/১০/২০১৩
      লেডিকেনি একধরনের লোভনীয় মিষ্টান্ন,কলকাতায় পাওয়া যায়।

      same to you.
      • আরজু নাসরিন পনি ১৪/১০/২০১৩
        বাহ্ তবেতো কবিতা পড়তে এসে দারুণ একটা নাম জেনে নিলাম ।
        নতুন শব্দ শেখার আনন্দ পাচ্ছি ।
        অনেক কৃতজ্ঞতা জানবেন ।।
  • সহিদুল হক ১৪/১০/২০১৩
    অশেষ ধন্যবাদ ভাই সাখাওয়াৎ।
    ঈদের অগ্রিম শুভকামনা।
  • চমৎকার প্রাঞ্জল রসাত্মক একটি কবিতা।খুবই উপভোগ করলাম।আমাদের এখানে তেমন কেউ হাস্যকর কবিতা লিখে না, তাই পড়া হয়না।খুব ভালোো লাগলো।আপনার জন্য রইল ভালবাসা এবং শুভকামনা।
  • অনবদ্য সহিদ ভাই
 
Quantcast